তামিম-মুশফিকরা রোল মডেল : ফারুক

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৬:৪৭
বিসিবি সভাপতি ফারুক আহমেদ -ফাইল ছবি


ঢাকা, ৬ এপ্রিল ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদসহ আরও অনেকে।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘যখন কোন খেলোয়াড় তৈরি হয়, তখন আইডল তৈরি হয়, যাকে আদর্শ মনে করে অন্যরাও এগিয়ে যায়। একসময় আমাদের ফুটবলে এমন হয়েছে। এখন আমরা ক্রিকেটকে বিশ্ব দরবারে নিয়েছি। আমাদের বেশ কিছু খেলোয়াড় এসেছে যাদের দেখে সব জায়গায় সবাই চিন্তা করে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড় হতে পারতাম। তারা এখন রোল মডেল। সবার কাছে আমার অনুরোধ থাকবে আমাদের যেসব প্রতিবন্ধকতা আছে এগুলোতে যেন সবাই নজর দেয়।’

নিজের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিয়ে ফারুক আরও বলেন, ‘আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন চিন্তা করতাম বিকেল ৪-৬টা কখন বাজবে। পড়াশুনা থাকবে, কিন্তু সবার জন্য এটাও গুরুত্বপূর্ণ।’

সারা বছরই যেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের উন্মাদনা থাকে এমনই প্রত্যাশা ফারুকের, ‘আমি আশা করব এই দিবসকে যত উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আমরা পালন করছি, এটার প্রতিফলন যেন সারা বছর আমরা দেখতে পাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০