আইপিএল: দিল্লির হ্যাটট্টিক ও রাজস্থানের টানা দ্বিতীয় জয়

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৭:১৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তৃতীয় ম্যাচে দিল্লি ২৫ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে । ফলে হ্যাটট্টিক জয়ের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস -ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ এপ্রিল ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হ্যাটট্টিক জয়ের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস।

গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ২৫ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ৩ ম্যাচ খেলে সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দিল্লি। হ্যাটট্টিক হারে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে চেন্নাই।

চেন্নাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে দিল্লি। ৬টি চার ও ৩টি ছক্কায় ৫১ বলে ৭৭ রান করেন রাহুল।

এছাড়াও অভিষেক পোরেল ৩৩ ও ট্রিস্টান স্টাবস অপরাজিত ২৪ রান করেন। চেন্নাইয়ের খলিল আহমেদ ২ উইকেট নেন।

জবাবে বিজয় শঙ্করের লড়াকু হাফ-সেঞ্চুরির পরও হার এড়াতে পারেনি চেন্নাই। ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান করে তারা। ৫টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে অপরাজিত ৬৯ রান করেন বিজয়। দিল্লির ভিপরাজ নিগাম ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন দিল্লির রাহুল।

দিনের আরেক ম্যাচে রাজস্থান ৫০ রানে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট আছে রাজস্থানের। তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের দেখা পেল পাঞ্জাব।

পাঞ্জাবের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে রাজস্থান। ওপেনার যশ্বসী জয়সওয়াল ৩টি চার ও ৫টি ছক্কায় ৪৫ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। ৩টি করে চার-ছক্কায় ২৫ বলে ৪৩ রান করেন রিয়ান পরাগ।

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তুলে ম্যাচ হারে পাঞ্জাব। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৬২ রান করেন নেহাল ওয়াধেরা।

রাজস্থানের জোফরা আর্চার ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০