ছয় ম্যাচ হাতে রেখে ১৩তম ফরাসি শিরোপা জয় করলো পিএসজি

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৮:৪৯
এ্যাঙ্গার্সকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জয় করেছে পিএসজি -ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ এপ্রিল ২০২৫ (বাসস) : ঘরের মাঠে এ্যাঙ্গার্সকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জয় করেছে পিএসজি। এ্যাস্টন ভিলার বিপক্ষে এ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে পিএসজির জন্য এই প্রস্তুতিটা জরুরী ছিল। 

পার্ক ডি প্রিন্সেসে ঘরের মাঠের সমর্থকদের সামনে লিগ শিরোপা নিশ্চিতে পিএসজি এক পয়েন্টই যথেষ্ঠ ছিল। টেবিলের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনাকোর থেকে ২১ পয়েন্ট এগিয়ে ম্যাচ শুরু করেছিল প্যারিসের জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ডিসায়ার ডুয়ের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়। 

এনিয়ে টানা চতুর্থ লিগ ওয়ান শিরোপা জয় করলো পিএসজি। ১৩ মৌসুমে এটি তাদের ১১তম শিরোপা। 

পিএসজি অধিনায়ক মারকুইনহোস বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো সবকিছু জয় করা। এটা সত্যিই দারুন এক অনুভূতি। পুরো মৌসুম জুড়ে আমরা যে কঠোর পরিশ্রম করেছি এই শিরোপা তারই ফল। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই।’

ব্রাজিলিয়ান এই সেন্টার-ব্যাক ২০১৩ সালে পিএসজিতে যোগ দেবার পর এটি তার ১০ম লিগ শিরোপা। 

সব মিলিয়ে পিএসজি ১৩টি ফরাসি লিগ শিরোপা জয় করেছে। সেইন্ট এতিয়েনের থেকে যা তিনটি বেশী। ১৯৮১ সালের পর আর লিগ শিরোপা জিততে না পারা এতিয়েন জিতেছে ১০টি শিরোপা। নয়টি শিরোপা জিতে এই তালিকায় তৃতীয় স্থানে আছে মার্সেই। আটটি করে শিরোপা জয় করেছে নঁতে ও মোনাকো। 

এ মৌসুমে পিএসজি ২৮ ম্যাচে এখনো অপরাজিত রয়েছে। এর মধ্যে ২৩টিতে জয় ও পাঁচটিতে রয়েছে ড্র। প্রথম দল হিসেবে কোন ম্যাচে পরাজিত না হয়ে লিগ ওয়ান শিরোপা জেতার লক্ষ্যে দারুনভাবে এগিয়ে চলেছে প্যারিসের জায়ান্টরা। 

সব ধরনের প্রতিযোগিতায় ৩২ গোল করে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ওসমানে ডেম্বেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০