ছয় ম্যাচ হাতে রেখে ১৩তম ফরাসি শিরোপা জয় করলো পিএসজি

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৮:৪৯
এ্যাঙ্গার্সকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জয় করেছে পিএসজি -ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ এপ্রিল ২০২৫ (বাসস) : ঘরের মাঠে এ্যাঙ্গার্সকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জয় করেছে পিএসজি। এ্যাস্টন ভিলার বিপক্ষে এ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে পিএসজির জন্য এই প্রস্তুতিটা জরুরী ছিল। 

পার্ক ডি প্রিন্সেসে ঘরের মাঠের সমর্থকদের সামনে লিগ শিরোপা নিশ্চিতে পিএসজি এক পয়েন্টই যথেষ্ঠ ছিল। টেবিলের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনাকোর থেকে ২১ পয়েন্ট এগিয়ে ম্যাচ শুরু করেছিল প্যারিসের জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ডিসায়ার ডুয়ের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়। 

এনিয়ে টানা চতুর্থ লিগ ওয়ান শিরোপা জয় করলো পিএসজি। ১৩ মৌসুমে এটি তাদের ১১তম শিরোপা। 

পিএসজি অধিনায়ক মারকুইনহোস বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো সবকিছু জয় করা। এটা সত্যিই দারুন এক অনুভূতি। পুরো মৌসুম জুড়ে আমরা যে কঠোর পরিশ্রম করেছি এই শিরোপা তারই ফল। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই।’

ব্রাজিলিয়ান এই সেন্টার-ব্যাক ২০১৩ সালে পিএসজিতে যোগ দেবার পর এটি তার ১০ম লিগ শিরোপা। 

সব মিলিয়ে পিএসজি ১৩টি ফরাসি লিগ শিরোপা জয় করেছে। সেইন্ট এতিয়েনের থেকে যা তিনটি বেশী। ১৯৮১ সালের পর আর লিগ শিরোপা জিততে না পারা এতিয়েন জিতেছে ১০টি শিরোপা। নয়টি শিরোপা জিতে এই তালিকায় তৃতীয় স্থানে আছে মার্সেই। আটটি করে শিরোপা জয় করেছে নঁতে ও মোনাকো। 

এ মৌসুমে পিএসজি ২৮ ম্যাচে এখনো অপরাজিত রয়েছে। এর মধ্যে ২৩টিতে জয় ও পাঁচটিতে রয়েছে ড্র। প্রথম দল হিসেবে কোন ম্যাচে পরাজিত না হয়ে লিগ ওয়ান শিরোপা জেতার লক্ষ্যে দারুনভাবে এগিয়ে চলেছে প্যারিসের জায়ান্টরা। 

সব ধরনের প্রতিযোগিতায় ৩২ গোল করে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ওসমানে ডেম্বেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০