বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় বাংলাদেশের

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৭:২৬
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে বাংলাদেশ নারীদল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

গতরাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে স্কটল্যান্ড। সারাহ ব্রেইস ৫৮, ডার্সি কার্টার ৫৫ এবং ক্যাথেরিন ফ্রেজার অপরাজিত ৫২ রান করেন।

২২ রানে ২ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার রিতু মনি। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার-ফারিহা তৃষ্ণা-নাহিদা আকতার-সানজিদা আকতার মেঘলা ও ফাহিমা খাতুন।

জবাবে ৫৩ রানের সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৪ বলে ২৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ফারজানা হক ও শারমিন আকতার। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফারজানা ৪৯ বলে ৪৮ এবং শারমিন ৬১ বলে ৪৭ রানে আউট হন।

চার নম্বরে নেমে ৮ রানে ফিরেন অধিনায়ক নিগার সুলতানা। ১৫৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে ৮৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নেন সোবহানা মোস্তারি ও রিতু মনি। ব্যক্তিগত ৩৪ রানে রিতু থামার পর দিলারা আকতারকে নিয়ে ৫১ বল বাকী রেখে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন সোবহানা।

৬টি চারে ৫৩ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সোবহানা। ১০ রানে অপরাজিত ছিলেন দিলারা।

আগামীকাল আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০