নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৭:৪২
আইসিসি কর্তৃক নির্ধারিত শর্তাবলী সফলভাবে পূরণের পর আনুষ্ঠানিকভাবে পুনরায় ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নির্ধারিত শর্তাবলী সফলভাবে পূরণের পর আনুষ্ঠানিকভাবে পুনরায় ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন ।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে আজ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামেন নাসির।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। সাথে ছিল ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা।

নাসিরকে নিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ‘দুর্নীতি বিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়ার বাধ্যবাধকতা পূরণ সহ সব ধরনের শর্ত পূরণ করেই ক্রিকেটে ফিরেছেন নাসির। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। এ কারণেই ২০২৫ সালের ৭ এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন নাসির।’

২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন নাসির। টেস্টে ১০৪৪ রান ও ৮ উইকেট, ওয়ানডেতে ১২৮১ রান ও ২৪ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৭০ রান ও ৭ উইকেট শিকার করেন তিনি।

২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন নাসির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০