ডিপিএল: নাসিরের প্রত্যাবর্তন ম্যাচে গাজী গ্রুপকে হারাল রূপগঞ্জ টাইগার্স

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৪
২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। তার প্রত্যাবর্তন ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল  ২০২৫ (বাসস) : নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। তার প্রত্যাবর্তন ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। 

রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলতে নেমে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৯ রান করেন নাসির। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। সাথে ছিল ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা।

মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে পেসার মহিউদ্দিন তারেকের তোপে ৩৯ রানে ৪ উইকেট হারায় গাজী গ্রুপ। এরমধ্যে ৩ উইকেট নেন তারেক। 

শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টায় পঞ্চম উইকেটে ৪১ রানের জুটি গড়েন শামিম মিয়া ও তাহজিবুল ইসলাম। ২৪ রান করা শামিমকে শিকার করে এই জুটি ভাঙ্গেন নিষেধাজ্ঞা শেষে ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা স্পিন অলরাউন্ডার নাসির হোসেন।

পরের দিকের ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে দেড়শ রান পার করে গাজী গ্রুপ। ৪২.১ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় তারা। তাহজিবুল ৩১, শেখ পারভেজ জীবন ১৭ ও আবু হাসিম-মুকিদুল ইসলাম ১৫ রান করে করেন। 

তারেক ২৮ রানে ৩ উইকেট নেন। ১০ ওভারে ৩১ রানে ১ উইকেট নেন নাসির। 

১৬০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৪০ রানের সূচনা করেন রূপগঞ্জ টাইগার্সের দুই ওপেনার আব্দুল মাজিদ ও অমিত মজুমদার। ৫৩ রান করে আহত অবসর নেন মাজিদ।

১০টি চারে ৭৬ রান করে সাজঘরে ফিরেন অমিত।

তিন নম্বরে নেমে ২টি চারে ১১ বলে ৯ রান করেন নাসির।

তৃতীয় উইকেটে ৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে রূপগঞ্জ টাইগার্সের জয় নিশ্চিত করেন আসাদুল্লাহ আল গালিব ও অধিনায়ক আল-আমিন। গালিব ১৩ ও আল-আমিন ২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন অমিত। 

এ ম্যাচ জিতলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসতো গাজী গ্রুপ। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে গাজী গ্রুপ। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে আছে রূপগঞ্জ টাইগার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০