সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক ব্রুক

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:৫৫
হ্যারি ব্রুক - ফাইল ছবি

ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ (বাসস) : ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হয়েছেন মিডল অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক। আজ এ ঘোষণা দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জশ বাটলারের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রুক। 

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতায় অধিনায়কত্বের দায়িত্ব থেকে পদত্যাগ করেন বাটলার। 

শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতাই নয়, বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। 

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে ব্রুকের। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সিরিজটি ৩-২ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। 

এবার পাকাপাকিভাবে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়কত্ব পেয়ে উ ছ্বিসিত ব্রুক। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক নির্বাচিত হওয়া সত্যিই সম্মানের।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলায় যখন ওয়ার্ফেডেলের বার্লিতে ক্রিকেট খেললাম তখন থেকেই ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করার, ইংল্যান্ডের হয়ে খেলার, একদিন জাতীয় দলকে নেতৃত্ব দেবার স্বপ্ন দেখতাম। এখন সুযোগটি আমাকে দেওয়া হয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’

ইংল্যান্ডের সাদা বলের দুই ফরম্যাটে ভিন্ন-ভিন্ন দুই অধিনায়ক এবং টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও দায়িত্বে দেওয়ার গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই ফরম্যাটেই ব্রুকের উপর আস্থা রাখল ইসিবি। 

আগামী মে মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সাদা বলের দুই ফরম্যাটে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন  ব্রুক। 

২০২২ সালে টি-টোয়েন্টি দিয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক হয় ব্রুকের। এখন পর্যন্ত ২৬টি ওয়ানডেতে ৮১৬ রান ও ৪৪টি টি-টোয়েন্টিতে ৭৯৮ রান করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০