মুম্বাইকে হারিয়ে দশ বছরের অপেক্ষার অবসান ব্যাঙ্গালুরুর

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৩৪

ঢাকা, ৮ এপ্রিল ২০২৫ (বাসস) : দীর্ঘ দশ বছর পর প্রতিপক্ষের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 

গতরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাঙ্গালুরু ১২ রানে হারিয়েছে মুম্বাইকে। সর্বশেষ ২০১৫ সালে মুম্বাইয়ের মাঠে তাদের বিপক্ষে জয় পেয়েছিল ব্যাঙ্গালুরু। 

এই জয়ে ৪ ম্যাচে পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠল ব্যাঙ্গালুরু। ৫ ম্যাচে ২ জয় ও চার হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে মুম্বাই। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ৪ রান করে আউট হন ব্যাঙ্গালুরুর ওপেনার ফিল সল্ট। 

দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৯১ রানের জুটিতে ব্যাঙ্গালুরুকে ভালো অবস্থায় নেন বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কাল। ২টি চার ও ৩টি ছক্কায় ২২ বলে ৩৭ রানে আউট হন পাডিক্কাল। 

হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন কোহলি। ৮টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৬৭ রান করেন তিনি। 

দলীয় ১৪৩ রানে কোহলি ফেরার পর ব্যাট হাতে ঝড় তুলেন অধিনায়ক রজত পাতিদার ও উইকেটরক্ষক জিতেশ শর্মা। পঞ্চম উইকেটে ২৭ বলে ৬৯ রান যোগ করেন তারা। এতে ২০ ওভারে  উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু।

৫টি চার ও টি ছক্কায় ৩২ বলে ৬৪ রান করেন পাতিদার। ২ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ১৯ বলে অপরাজিত ৪০ রান করেন জিতেশ।

ট্রেন্ট বোল্ট ও হার্দিক পান্ডিয়া ২টি করে উইকেট নেন। ৯৩ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ৪ ওভারে ২৯ রান দিয়ে উইকেটের দেখা পাননি পেসার জসপ্রিত বুমরাহ। 

২২২ রানের টার্গেটে ৯৯ রানে ৪ উইকেট হারায় মুম্বাই। পঞ্চম উইকেটে ৩৪ বলে ৮৯ রানের বিধ্বংসী জুটিতে মুম্বাইয়ের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিলক ভার্মা ও অধিনায়ক পান্ডিয়া। কিন্তু ৬ রানের ব্যবধানে তিলক ও পান্ডিয়ার বিদায়ে জয়ের আশা শেষ হয়ে যায় মুম্বাইয়ের। শেষ ২ ওভারে ২৮ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা। ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তুলে ম্যাচ হারে মুম্বাই। 

৪টি করে চার-ছক্কায় ২৯ বলে তিলক ৫৬ এবং ৩টি চার ও ৪টি ছক্কায় ১৫ বলে ৪২ রান করেন পান্ডিয়া। 

ব্যাঙ্গালুরুর বাঁ-হাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া ৪৫ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন। ৩২ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন ব্যাঙ্গালুরুর পাতিদার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০