নিউজিল্যান্ডের সাদা বলের কোচের পদ ছাড়লেন স্টিড

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৩৯

ঢাকা, ৮ এপ্রিল ২০২৫ (বাসস) : ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে কোচের পদ থেকে সড়ে দাঁড়ালেন নিউজিল্যান্ডের গ্যারি স্টিড। টেস্ট ফরম্যাটের কোচ থাকবেন কি না, সেই সিদ্ধান্ত দ্রুত নেবেন বলে জানিয়েছেন তিনি। 

২০১৮ সালে মাইক হেসনের স্থলাভিষিক্ত হয়ে নিউজিল্যান্ডের তিন ফরম্যাটে কোচ হন স্টিড। পরিবারকে আরও বেশি সময় দিতেই সাদা বলের দুই ফরম্যাটের দায়িত্ব থেকে সরে যাবার সিদ্ধান্ত নেন তিনি। 

গত ছয় মাসে ক্রিকেটে ব্যস্ত সূচির কথা মনে করিয়ে দিয়ে স্টিড বলেন, ‘সফরের পর সফরের যে জীবন চলছে আমি কিছু সময়ের জন্য সেটি থেকে বেরিয়ে আসতে চাই। ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

স্টিড জানান, এখনও কোচ হিসেবে দেওয়ার বাকি থাকলেও সব ফরম্যাটে প্রধান কোচ হিসেবে নয়। তিনি বলেন, ‘আমার স্ত্রী ও পরিবারের সাথে আলোচনা করে ভবিষ্যতের পরিস্থিতি বোঝার সুযোগ পাব। এরপর আরও ভালোভাবে বুঝতে পারব, টেস্ট কোচের দায়িত্বের জন্য পুনরায় আবেদন করব কি না।’

আগামী জুনে চুক্তি শেষ হবে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল কোচ স্টিডের। 

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান হাই-পারফরমেন্স অফিসার ব্রায়ান স্ট্রোনাচ জানান, আগামী সপ্তাহ থেকে নতুন কোচের খোঁজ শুরু করবে বোর্ড। টেস্ট দলের দায়িত্বে স্টিড পুনরায় আবেদন করতে চান কিনা সেটি সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে সময় দেওয়া হবে।

স্ট্রোনাচ বলেন, ‘দীর্ঘ সময় ধরে গ্যারির অধীনে ভালো করে আসছে নিউজিল্যান্ড। এজন্য আমরা তাকে চিন্তা করার জন্য কিছু সময় দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে তিন ফরম্যাটেই একই কোচ বা ভিন্ন ভিন্ন কোচের নিয়োগের জন্য কোন তাড়াহুড়া নেই।’

স্টিডের অধীনে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও ২০২৪ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০