জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্টে নেই তাসকিন, নতুন মুখ তানজিম

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৩১

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : দলের সেরা পেসার তাসকিন আহমেদকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট দলে নতুন মুখ পেসার তানজিম হাসান সাকিব।

ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ইনজুরির কারণে গত নভেম্বরে সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেননি শান্ত ও মুশফিক। ঐ সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এবার শান্তর ডেপুটি হিসেবে কাজ করবেন তিনি।

মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ।

তাসকিনের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ সিরিজের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, শাহাদাত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মুরাদ।

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বলে টেস্ট দলে নেই লিটন। শরিফুলের জায়গায় দলে নেওয়া হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর ১৫টি ম্যাচ খেলে ২৮ উইকেট নিয়েছেন তিনি। গেল বছরের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন খালেদ।

ইনজুরির কারণে টেস্ট দলে রাখা হয়নি তাসকিনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে সর্বোচ্চ ১১ উইকেট নেওয়া তাসকিনকে নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘বাম গোঁড়ালির সমস্যার কারণে তাসকিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। এজন্য এই সিরিজে পাওয়া যাবে না তাকে।’

তাসকিনের ইনজুরিতে প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ হয়েছে তানজিমের। দেশের হয়ে ১০টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে ১৩টি ও টি-টোয়েন্টিতে ২৪টি উইকেট আছে তানজিমের।

তানজিম-খালেদের সাথে দলে পেসার হিসেবে আছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ছিলেন রানা ও হাসান।

স্পিন বিভাগে মিরাজের সাথে আছেন তাইজুল ইসলাম ও নাইম হাসান। জাকের আলির সাথে উইকেটরক্ষক হিসেবে থাকছেন মাহিদুল ইসলাম অঙ্কন। গেল বছরের অক্টোবরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মাহিদুলের।

আগামী ২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০