বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ে টেস্ট দলে ফিরলেন আরভিন-উইলিয়ামস

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৯:০১
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ে টেস্ট দলে ফিরলেন আরভিন-উইলিয়ামস - ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ এপ্রিল ২০২৫ (বাসস) : দুই অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিন ও সিন উইলিয়ামসকে ফিরিয়ে এনে বাংলাদেশ সফরে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে একমাত্র নতুন মুখ লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। 

ফেব্রুয়ারি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন না আরভিন ও উইলিয়ামস। 

সন্তান জন্মের কারণে আয়ারল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আরভিন। ঐ টেস্টে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছিলেন জনাথন ক্যাম্পবেল। এক সিরিজ পর দলে ফিরেই অধিনায়কত্ব ফিরে পেলেন আরভিন। আর পিঠের ইনজুরিতে ঐ টেস্ট খেলতে পারেননি উইলিয়ামস। 

আয়ারল্যান্ডের বিপক্ষে ঐ টেস্ট সিরিজের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। উইকেটরক্ষক জয়লর্ড গাম্বির জায়গায় দলে ফিরেছেন তাফাদজওয়া সিগা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বুলাওয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর দল থেকে বাদ পড়েন এই উইকেটরক্ষক-ব্যাটার। 

দলে আরও ফিরেছেন বাঁ-হাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। তরুণ পেসার নিউম্যান নিয়ামহুরির পরিবর্তে দলে এসেছেন তিনি। ২০২৩ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ওয়েলিংটন। 

প্রথম শ্রেনির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন মাসেকেসা। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯৩ রান ও ৭১ উইকেট শিকার করেছেন তিনি। 

দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান তাকুদজোয়ানাশে কাইতানো। দলে জায়গা ধরে রেখেছেন ওয়েসলি মাধেভেরে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে আরভিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন মাধেভেরে। 

আগামী ২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৮ এপ্রিল থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

২০২০ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। এক ম্যাচের টেস্ট সিরিজ ইনিংস ও ১০৬ রানে হেরেছিল জিম্বাবুয়ে। 

জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, সিন উইলিয়ামস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এখনও ছেলের ফেরার অপেক্ষায় থাকেন শহীদ জিহাদের মা
মাতৃমৃত্যুর হার কমাতে সচেতনতা প্রয়োজন
ইইউর নতুন তালিকা: বাংলাদেশসহ সাত দেশ নিরাপদ হিসেবে চিহ্নিত
মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবেনা : নাহিদ
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি’র সংস্কার কমিশন কমিটির বৈঠক বৃহস্পতিবার
অভিবাসী প্রত্যাবাসনে বাংলাদেশসহ ৭ দেশকে ‘নিরাপদ’ হিসেবে তালিকাভুক্ত ইইউ’র
মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজন গ্রেফতার
ডিএনসিসির কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা কমিটি
ঋণখেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
মালয়েশিয়ায় কূটনৈতিক সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
১০