ঘরের মাঠে সাফল্যের জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২০:২২

ঢাকা, ৮ এপ্রিল ২০২৫ (বাসস) : ঘরের মাঠে সর্বশেষ তিন টেস্ট সিরিজে সাফল্য নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তাই সাফল্যের স্বাদ নিতেই আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দুই ম্যাচের টেস্টে কোন পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে শক্তিশালী দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আজ জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণার পর বিসিবির ভিডিও বার্তায় এমন কথা জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।

ঘরের মাঠে সর্বশেষ তিন টেস্ট সিরিজে নিউজিল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। সবগুলোই দুই ম্যাচের টেস্ট সিরিজ ছিল। নিউজিল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হারলেও শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। 

ঘরের মাঠের ব্যর্থতার খোলস খেকে বের হতেই জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল গঠন করেছে বাংলাদেশ। গাজী আশরাফ বলেন, ‘গত বছর ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে মোটেও ভালো করতে পারিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমাদের ফলাফল ভালো ছিল না। গত এক বছরে তুলনামূলকভাবে দেশের মাঠের পারফরমেন্স নিয়ে আমরা চিন্তিত। এ জন্যই আমরা জিম্বাবুয়ের সাথে সম্ভাব্য সেরা দল নিয়ে খেলার চেষ্টা করছি।’

গত নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। আগামী জুনে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলতে নামবে টাইগাররা। ঐ সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ে বিপক্ষে সেরা দল নিয়ে মাঠে নামার পরিকল্পনা বাংলাদেশের। গাজী আশরাফ বলেন, ‘চার-সাড়ে চার মাস পর আমরা টেস্টে ফিরছি। শ্রীলংকার সাথে জুন মাসে টেস্ট সিরিজ আছে। এজন্য জিম্বাবুয়ে সিরিজে আমরা কোন পরীক্ষা করতে চাচ্ছি না।’

ইনজুরির কারণে জিম্বাবুয়ের সিরিজের দলে নেই পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য রাখা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে। দলের সেরা দুই খেলোয়াড় না থাকলেও অন্যদের জন্য ভালো সুযোগ দেখছেন গাজী আশরাফ। তিনি বলেন, ‘লিটন দাস পিএসএলে খেলতে যাওয়ায় সুযোগ তৈরি হয়েছে। নাহিদ রানাকেও একটি টেস্ট খেলিয়ে আমরা ছেড়ে দিচ্ছি পিএসএল খেলার জন্য। সেখানেও সুযোগ আছে।’

লিটন না থাকলে দলের উইকেটরক্ষক হিসেবে আছেন জাকের আলি ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাই ৬ ও ৭ নম্বরে জন্য ব্যাটার বাছাই করতে গিয়ে মধুর সমস্যায় পড়তে হবে টিম ম্যানেজম্যান্টকে বলে মনে করেন আশরাফ।

তিনি বলেন, ‘৬ বা ৭ এ লিটন না থাকায় এখানে একটা মধুর সমস্যা আছে। এটা বেশি চ্যালেঞ্জিং হবে। পাশাপাশি আমাদের স্পিনে অনেক অপশন আছে, মেহেদি মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাঈম আছেন, এই অপশনটাও রাখা হয়েছে। চারজন পেসার আছেন, সেখানেও অপশন থাকবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে তিনজন ওপেনার, তিন জন স্পিনার এবং চার জন পেসার রাখা হয়েছে। কনকাশন বিষয়টি মাথায় রেখে এমন করা হয়েছে বলে জানান গাজী আশরাফ, কনকাশন আসার পর থেকে খেলোয়াড় পরিবর্তনের যে কথাটা আসছে, সে কারণে একজন বাড়তি ওপেনার-মিডল অর্ডার-স্পিনার ও পেসার রাখা হয়েছে। এজন্যই আমরা ১৫ জনের দল করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০