মার্চ সেরার দৌড়ে আইয়ার-রাচিন ও ডাফি

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২১:৪১

ঢাকা, ৮ এপ্রিল ২০২৫ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মার্চে সেরার দৌড়ে আছেন ভারতের শ্রেয়াস আইয়ার, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। 

গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদ, অস্ট্রেলিয়া অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ভল।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।  

গত মাসে ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রাখেন আইয়ার। মার্চে তিন ওয়ানডে খেলে ৫৭.৩৩ গড় ও ৭৭.৪৭ স্ট্রাইক রেটে ১৭২ রান করেছেন তিনি। টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে অবদান রাখেন রাচিন। গত মাসে তিন ওয়ানডে খেলে ৫০.৩৩ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে ১৫১ রান করেন তিনি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রানের নান্দনিক ইনিংস খেলেন রাচিন। বল হাতে তিন ম্যাচে ৩ উইকেট নেন এই বাঁ-হাতি ক্রিকেটার।

গেল মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১৩ উইকেট নেন নিউজিল্যান্ডের ডাফি। যার সুবাদে টি-টোয়েন্টি বোলিং র‌্যংকিংয়ের শীর্ষ স্থান দখল করেন এই পেসার।

এছাড়াও গেল মাসে ১টি ওয়ানডে খেলে পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নিয়েছেন ডাফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০