২০২৮ সাল পর্যন্ত জার্মানি জাতীয় দলের সাথে থাকছেন ফয়লার

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৮:১৯ আপডেট: : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫০
১৯৯০ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য রুডি ফয়লার ইউরো ২০২৮ পর্যন্ত জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে চুক্তি নবায়ন করেছেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল ২০২৫ (বাসস) : ১৯৯০ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য রুডি ফয়লার ইউরো ২০২৮ পর্যন্ত জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে চুক্তি নবায়ন করেছেন। জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি) এই তথ্য নিশ্চিত করেছে। 

জার্মান জাতীয় দলের কোচ জুলিয়ান নাগলেসম্যানের সাথে তিনি কাজ চালিয়ে যাবেন। 

গত মাসের শেষে ইতালির বিপক্ষে জয়ী হয়ে নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে জার্মানী। এরপরপরই ৬৪ বছর বয়সী সাবেক এই তারকার সাথে নতুন চুক্তি স্বাক্ষর করে জার্মানী। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফয়লার বলেছেন, ‘পুরো জাতীয় দল এবং ডিএফবির অন্তর্ভূক্ত যত দল ও এর সাথে সংশ্লিষ্ট সকলেই আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। ঘরের মাঠে ২০২৪ ইউরোর যে উদ্দীপনা আমি সকলের মাঝে দেখেছি তা অভাবনীয়। সব মিলিয়ে কোচ জুলিয়ান নাগলেসম্যানের সাথে সকলের যে ধরনের বোঝাপড়া তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফয়লার স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পান। ঐ বছরই সেপ্টেম্বরে হান্সি ফ্লিক বরখাস্ত হলে সংক্ষিপ্ত সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও গ্রহণ করেছিলেন। ফয়লারের অধীনে জার্মানী প্রীতি ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে পরাজিত করে। এরপর তিনি স্থায়ী কোচ নিয়োগের ব্যপারে বড় ভূমিকা পালন করেন। নাগলেসম্যানের নিয়োগের ব্যপারে ফয়লারের বড় ভূমিকা ছিল।

বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নাগলেসম্যান ইতোমধ্যেই তার চুক্তি বৃদ্ধি করেছেন। নতুন চুক্তি অনযায়ী ২০২৮ ইউরো পর্যন্ত তিনি জার্মান জাতীয় দলের সাথে থাকছেন। 

ইউরো ২০২৪’র কোয়ার্টার ফাইনালে খেলেছে জার্মানী। যদিও শেষ আটে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। আগামী ৪ জুন মিউনিখে নেশন্স লিগের সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে জার্মানী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০