২০২৮ সাল পর্যন্ত জার্মানি জাতীয় দলের সাথে থাকছেন ফয়লার

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৮:১৯ আপডেট: : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫০
১৯৯০ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য রুডি ফয়লার ইউরো ২০২৮ পর্যন্ত জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে চুক্তি নবায়ন করেছেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল ২০২৫ (বাসস) : ১৯৯০ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য রুডি ফয়লার ইউরো ২০২৮ পর্যন্ত জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে চুক্তি নবায়ন করেছেন। জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি) এই তথ্য নিশ্চিত করেছে। 

জার্মান জাতীয় দলের কোচ জুলিয়ান নাগলেসম্যানের সাথে তিনি কাজ চালিয়ে যাবেন। 

গত মাসের শেষে ইতালির বিপক্ষে জয়ী হয়ে নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে জার্মানী। এরপরপরই ৬৪ বছর বয়সী সাবেক এই তারকার সাথে নতুন চুক্তি স্বাক্ষর করে জার্মানী। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফয়লার বলেছেন, ‘পুরো জাতীয় দল এবং ডিএফবির অন্তর্ভূক্ত যত দল ও এর সাথে সংশ্লিষ্ট সকলেই আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। ঘরের মাঠে ২০২৪ ইউরোর যে উদ্দীপনা আমি সকলের মাঝে দেখেছি তা অভাবনীয়। সব মিলিয়ে কোচ জুলিয়ান নাগলেসম্যানের সাথে সকলের যে ধরনের বোঝাপড়া তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফয়লার স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পান। ঐ বছরই সেপ্টেম্বরে হান্সি ফ্লিক বরখাস্ত হলে সংক্ষিপ্ত সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও গ্রহণ করেছিলেন। ফয়লারের অধীনে জার্মানী প্রীতি ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে পরাজিত করে। এরপর তিনি স্থায়ী কোচ নিয়োগের ব্যপারে বড় ভূমিকা পালন করেন। নাগলেসম্যানের নিয়োগের ব্যপারে ফয়লারের বড় ভূমিকা ছিল।

বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নাগলেসম্যান ইতোমধ্যেই তার চুক্তি বৃদ্ধি করেছেন। নতুন চুক্তি অনযায়ী ২০২৮ ইউরো পর্যন্ত তিনি জার্মান জাতীয় দলের সাথে থাকছেন। 

ইউরো ২০২৪’র কোয়ার্টার ফাইনালে খেলেছে জার্মানী। যদিও শেষ আটে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। আগামী ৪ জুন মিউনিখে নেশন্স লিগের সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে জার্মানী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০