কাইল ওয়াকারের কনুইয়ে অস্ত্রোপচার সম্পন্ন

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৬
এসি মিলানের ডিফেন্ডার কাইল ওয়াকারের ডান কনুইয়ে মঙ্গলবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল ২০২৫ (বাসস) : এসি মিলানের ডিফেন্ডার কাইল ওয়াকারের ডান কনুইয়ে মঙ্গলবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কিন্তু ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে সফল অস্ত্রোপচারের পর দ্রুতই ওয়াকারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

এসি মিলানের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাইল ওয়াকারের ডান কনুইয়ের হাড়ে চিড় ধরায় চিকিৎসকের পরামর্শে মিলানে তার অস্ত্রোপচার করানো হয়েছে। অস্ত্রোপচার সফল ভাবেই সম্পন্ন হয়েছে।’

জানুয়ারিতে ধারে মিলানে যোগ দেন ম্যানচেস্টার সিটির সাবেক এই অধিনায়ক। ৩৪ বছর বয়সী ইংলিশ এই ডিফেন্ডারের স্থায়ী ট্রান্সফারের বিষয়টি চুক্তির শর্তে রয়েছে।

মিলানে যোগ দেবার পর এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ওয়াকার ১২টি ম্যাচ খেলেছেন।

এবারের সিরি-এ মৌসুমে নিজেদের মেলে ধরতে পারেনি মিলান। এই মুহূর্তে তারা লিগ টেবিলের নবম স্থানে রয়েছে। যদিও এখনো কোপা ইতালিয়াতে টিকে রয়েছে। আগামী ২৩ এপ্রিল সেমিফাইনালের দ্বিতীয় লেগে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের মোকাবেলা করবে। এর আগে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

আসন্ন গ্রীষ্মে সিটিতে ফিরে যাবার বিষয়টি নিয়ে ওয়াকার বলেছেন এখনো সেই অধ্যায় পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
সিনারের অসুস্থতায় সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনে ইউজিসি ও ডিআইইউ’র চুক্তি স্বাক্ষর
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চারা বিতরণ
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
মিয়ানমারে নির্বাচনের আগে থাই সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ
১০