কাইল ওয়াকারের কনুইয়ে অস্ত্রোপচার সম্পন্ন

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৬
এসি মিলানের ডিফেন্ডার কাইল ওয়াকারের ডান কনুইয়ে মঙ্গলবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল ২০২৫ (বাসস) : এসি মিলানের ডিফেন্ডার কাইল ওয়াকারের ডান কনুইয়ে মঙ্গলবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কিন্তু ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে সফল অস্ত্রোপচারের পর দ্রুতই ওয়াকারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

এসি মিলানের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাইল ওয়াকারের ডান কনুইয়ের হাড়ে চিড় ধরায় চিকিৎসকের পরামর্শে মিলানে তার অস্ত্রোপচার করানো হয়েছে। অস্ত্রোপচার সফল ভাবেই সম্পন্ন হয়েছে।’

জানুয়ারিতে ধারে মিলানে যোগ দেন ম্যানচেস্টার সিটির সাবেক এই অধিনায়ক। ৩৪ বছর বয়সী ইংলিশ এই ডিফেন্ডারের স্থায়ী ট্রান্সফারের বিষয়টি চুক্তির শর্তে রয়েছে।

মিলানে যোগ দেবার পর এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ওয়াকার ১২টি ম্যাচ খেলেছেন।

এবারের সিরি-এ মৌসুমে নিজেদের মেলে ধরতে পারেনি মিলান। এই মুহূর্তে তারা লিগ টেবিলের নবম স্থানে রয়েছে। যদিও এখনো কোপা ইতালিয়াতে টিকে রয়েছে। আগামী ২৩ এপ্রিল সেমিফাইনালের দ্বিতীয় লেগে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের মোকাবেলা করবে। এর আগে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

আসন্ন গ্রীষ্মে সিটিতে ফিরে যাবার বিষয়টি নিয়ে ওয়াকার বলেছেন এখনো সেই অধ্যায় পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০