সুদর্শনের ব্যাটিংয়ে রাজস্থানকে হারিয়ে শীর্ষে গুজরাট

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৬:৩৫ আপডেট: : ১০ এপ্রিল ২০২৫, ১৭:১২
সাই সুদর্শন -ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ এপ্রিল ২০২৫ (বাসস) : ওপেনার সাই সুদর্শনের ব্যাটিং নৈপুন্যে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শীর্ষে উঠল গুজরাট টাইটান্স। 

গতরাতে পঞ্চম ম্যাচে গুজরাট ৫৮ রানে হারায় রাজস্থানকে। ৫ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল গুজরাট। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে রাজস্থান। 

আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে ওপেনার ও অধিনায়ক শুভমান গিলকে ২ রানে হারায় গুজরাট।

এরপর দ্বিতীয় উইকেটে জশ বাটলারকে নিয়ে ৪৭ বলে ৮০ এবং তৃতীয় উইকেটে শাহরুখের খানের সাথে ৩৪ বল খেলে ৬২ রান যোগ করেন সুদর্শন। বাটলার ২৫ বলে ৩৬ এবং শাহরুখ ২০ বলে ৩৬ রানে আউট হন। 

হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ১৯তম ওভারে আউট হন সুদর্শন। ৮টি চার ও ৩টি ছক্কায় ৫৩ বলে ৮২ রান করেন তিনি। 

শেষ দিকে রাহুল ত্রিপাটির ২টি করে চার-ছক্কায় ১২ বলে অনবদ্য ২৪ এবং রশিদ খানের ৪ বলে ১২ রানের উপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ২১৭ রানের সংগ্রহ পায় গুজরাট। 

রাজস্থানের তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা ২টি করে উইকেট নেন। 

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় লড়াই করতে পারেনি রাজস্থান। ইনিংসের ৪ বল বাকী থাকতে ১৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থান। ছয় নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন শিমরোন হেটমায়ার। তার ৩২ বলের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা ছিল। 

তৃতীয় উইকেটে রিয়ান পরাগের সাথে এবং হেটমায়ারকে নিয়ে ৪৮ রান করে যোগ করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন স্যামসন। 

গুজরাটের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ২৪ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট শিকার করেন রশিদ খান ও সাই কিশোর। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুদর্শন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : নজরুল ইসলাম খান
বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
১০