পুরুষ ও নারীদের ছয় দল নিয়ে ২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৮:৫৯

ঢাকা, ১০ এপ্রিল ২০২৫ (বাসস) : ২০২৮ সালের ‘লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে’ পুরুষ ও নারী বিভাগে মোট ছয়টি ক্রিকেট দল অংশ নিবে। ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

আজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড (ইবি) অলিম্পিকে ক্রিকেটের ৬টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবে। ফলে পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে মোট ৯০ জন করে খেলোয়াড় অলিম্পিকে অংশ নিবে। 

অলিম্পিকে কোন ছয়টি দেশ অংশ নিবে তা এখনও নির্ধারণ করা হয়নি। 

এখনও ভেন্যু চূড়ান্ত না হলেও আগেই জানানো হয়েছিল, নিউ ইর্য়কে ক্রিকেট ম্যাচগুলো আয়োজন করা হতে পারে। 

সর্বশেষ ১৯০০ সালে অলিম্পিক গেমসে ছিল ক্রিকেট ইভেন্ট। ঐসময় মাত্র দু’টি দল- গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশ নিয়েছিল। দু’দিনের সেই ম্যাচ জিতেছিলে গ্রেট ব্রিটেন। তাই এখন পর্যন্ত ক্রিকেট ইভেন্ট থেকে অলিম্পিকের শুধুমাত্র স্বর্ণপদক জিতেছে গ্রেট ব্রিটেনই। 

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে আবারো ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল পুরুষ এবং নারীরা। ২০২২ সালে বার্মিংহাম  কমনওয়েলথ গেমসে নারীদের আটটি দল অংশ নেয়। এর আগে ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ও নারী ক্রিকেট অন্তর্ভূক্ত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
সিনারের অসুস্থতায় সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনে ইউজিসি ও ডিআইইউ’র চুক্তি স্বাক্ষর
১০