ইউরোপা লিগ: ওনানার ভুলে জয় বঞ্চিত ম্যান ইউ

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৯:৪০
ফরাসি ক্লাব লিঁওর সাথে ২-২ গোলে ড্র করে ম্যান ইউ -ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ (বাসস) : গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিততে পারল না ম্যানচেষ্টার ইউনাইটেড। 

গতরাতে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি ক্লাব লিঁওর সাথে ২-২ গোলে ড্র করে ম্যান ইউ। অথচ ম্যাচে ৯৪ মিনিট (নির্ধারিত ৯০ মিনিটসহ) পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল ম্যান ইউ। ৯৫ মিনিটে গোল করে ম্যাচ ২-২ সমতায় শেষ করে লিঁও। প্রতিপক্ষের খেলোয়াড় জর্জ মিকাউতাদজের শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ওনানা। তার হাত ফসকে বেরিয়ে বলে শট নিয়ে শেষ মুর্হূতের গোল করে ম্যান ইউকে জয় বঞ্চিত করেন রায়ান চেরকি। 

ম্যান ইউর নিজেদের মাঠে ওনানার ভুলে ২৫ মিনিটে প্রথম এগিয়ে যায় লিঁও। থিয়াগো আলমাদার সহজ ফ্রি-কিক ওনানার  ঠেকাতে না পারলে ১-০ গোলে এগিয়ে যায় লিঁও। 

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যান ইউ। কিন্তু ম্যাচে সমতা ফেরাতে প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। প্রথমার্ধের ইনজুরির সময়ের পঞ্চম মিনিটে মানুয়ে উগার্তের শট হেড করে জালে পাঠান লেনি ইউরো। এর মাধ্যমে ক্লাব ইতিহাসে ইউরোপে গোল করা সবচেয়ে কনিষ্ঠ ডিফেন্ডার এখন ইউরো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে ম্যাচে প্রথম লিড নেয় ম্যান ইউ। ৮৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে জসুয়া জির্কজির গোলে ২-১ গোলে এগিয়ে যায় ম্যান ইউ। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর ইনজুরি সময়ে গড়ায় ম্যাচ। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে গোলরক্ষক ওনানার ভুলে গোল পায় লিঁও। ফলে নিশ্চিত হার থেকে রক্ষা পেয়ে ২-২ সমতায় ম্যাচ শেষ করে তারা। 

ওনানার ভুলে ম্যাচ জিততে না পারায় হতাশ ম্যান ইউ কোচ রুবেন আমোরিম। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি ওনানাকে এমন কিছু বলতে পারব না যা তার উপকার করবে। অতএব, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাভাবিক থাকা। সময় হলে আমি ম্যাচের জন্য সেরা একাদশই বাছাই করব। তবে আন্দ্রের উপর আমার বিশ্বাস আছে।’

আগামী ১৭ এপ্রিল ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যান ইউ-লিঁও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
সিনারের অসুস্থতায় সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনে ইউজিসি ও ডিআইইউ’র চুক্তি স্বাক্ষর
১০