ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২২:১৮ আপডেট: : ১১ এপ্রিল ২০২৫, ২২:১৯
ঢাকা প্রিমিয়ার লিগে কাল মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব -ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কাল  মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নামবে দু’দল।
 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। 

প্রথম ১০ ম্যাচ শেষে ৯ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ৮ জয় ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। আগেই সুপার সিক্স পর্ব নিশ্চিত করেছে দু’দল। এবার শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার চ্যালেঞ্জ দু’দলের। 

তবে মোহামেডানের বিপক্ষে জিতলেই ৪ পয়েন্টে এগিয়ে থেকে সুপার সিক্স পর্ব খেলতে নামবে আবাহনী। লিগ পর্বের শেষ ম্যাচ জিততে মুখিয়ে  মোহামেডানও। কারণ শেষ ম্যাচ জিতলেই আবাহনীর সমান পয়েন্ট হবে তাদের। 
আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ১০ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৫৫৩ রান নিয়ে শীর্ষ সংগ্রাহক তালিকার তৃতীয় স্থানে আছেন তিনি। এছাড়াও দলে আছেন নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মোসাদ্দেক হোসেনের মত ব্যাটাররা।

বল হাতে আবাহনীর হয়ে এ পর্যন্ত সেরা পারফরমার বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান। ১০ ম্যাচে ২১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি  তালিকার দ্বিতীয় স্থানে আছেন রাকিবুল।

অন্যদিকে, মোহামেডানের হয়ে সর্বোচ্চ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১০ ম্যাচে ৩৮৩ রান করেছেন তিনি। পাশাপাশি রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজকে নিয়ে গড়া মোহামেডানের ব্যাটিং লাইন অনেক শক্তিশালী।
 
চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ উইকেটের মালিক মোহামেডানের স্পিনার তাইজুল ইসলাম। ২২ উইকেট নিয়েছেন তিনি। মোহামেডানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন মিরাজ। এছাড়াও মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এবাদত হোসেনরাও বল হাতে ভালো পারফরমেন্স করেছেন।

আবাহনী-মোহামেডান ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা আছে দু’দলের খেলোয়াড়দের মধ্যে। এমনটাই মনে করেন আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘'আমার মনে হয় এখনও আবাহনী-মোহামেডান খেলা যখন হয়, তখন উত্তেজনা থাকে খেলোয়াড়দের মধ্যে। খেলোয়াড়রা যেমন রোমাঞ্চিত থাকে, আমার মনে হয় দর্শকরাও । খেলা কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। আমি আশা করব দর্শকরা আগে যেভাবে মাঠে আসতেন সেভাবে এবারও আসবেন এবং খেলোয়াড়দের সমর্থন যোগাবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
সিনারের অসুস্থতায় সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনে ইউজিসি ও ডিআইইউ’র চুক্তি স্বাক্ষর
১০