অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ পদক দিতে যাচ্ছে এলএ২৮

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:২৬
২০২৮ লস এ্যাঞ্জেলস অলিম্পিকে সর্বমোট ৩৫১টি পদকের জন্য এ্যাথলেটরা লড়াইয়ে নামবেন, যা ২০২৪ প্যারিস অলিম্পিকের তুলনায় ২২টি বেশী -ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ এপ্রিল ২০২৫ (বাসস) : ২০২৮ লস এ্যাঞ্জেলস অলিম্পিকে সর্বমোট ৩৫১টি পদকের জন্য এ্যাথলেটরা লড়াইয়ে নামবেন। যা ২০২৪ প্যারিস অলিম্পিকের তুলনায় ২২টি বেশী। লসানে অনুষ্ঠিত আইওসির কার্যনির্বাহী কমিটির সভায় এলএ২৮’র ইভেন্ট ও এ্যাথলেট কোটা চূড়ান্ত হয়েছে। 

এক্ষেত্রে লিঙ্গ সমতার কথা মাথায় রেখে এই প্রথমবারের মত প্রতিটি দলীয় ইভেন্টে পুরুষ দলের পাশাপাশি অন্তত সমসংখ্যক নারী দলের অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। 

এছাড়া সাধারণত অলিম্পিকে সাড়ে ১০ হাজার এ্যাথলেট অংশগ্রহনের একটি কোটা আছে। এলএ গেমসে সেই কোটা আরো ৬৯৮টি বাড়ানো হয়েছে। এলএ২৮ আয়োজক কমিটির প্রস্তাবিত পাঁচটি ইভেন্টের (বেসবল/সফটবল, ক্রিকেট, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশ) জন্য কোটা বৃদ্ধি করা হয়েছে।  

এলএ২৮’র চিফ এ্যাথলেট অফিসার জানেট ইভান্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘আমরা আরো বেশী এ্যাথলেটের অংশগ্রহণর দরজা উন্মুক্ত করে দিয়েছি। আমরা চাই এলএ২০ গেমসের মাধ্যমে তাদের অলিম্পিকের স্বপ্ন পূরণ হবে। এ্যাথলেটরাই সব গেমসের প্রাণ এবং সেটা সবসময়ই থাকবে। অলিম্পিক মুভমেন্টের স্পিরিটের অংশ হিসেবে এ্যাথলেট কেন্দ্রিক চিন্তাভাবনা করাই একটি গেমসের মূল অংশ। 

লস এ্যাঞ্জেলস অলিম্পিকে যেহেতু নতুন ইভেন্ট যুক্ত হচ্ছে সে কারনেই পদকের সংখ্যাও বেড়েছে। গেমসে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে কোস্টাল রোয়িং। বিচ স্প্রিন্টে নারী একক, পুরুষ একক ও মিক্সড ডাবলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

সাঁতারুদের জন্য বাড়তি আরো ছয়টি পদক জয়ের সুযোগ করে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নারী ও পুরুষ বিভাগে ৫০ মিটার ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাই। নারীদের ওয়াটার পোলো ইভেন্টে দলের সংখ্যা পুরুষদের সাথে মিলিয়ে ১২টি করা হয়েছে। 

স্পোর্ট ক্লাইম্বিং ইভেন্ট আগে একসাথে অনুষ্ঠিত হলেও এবার আলাদা দুটি পদক জয়ের সুযোগ রয়েছে। এই  ইভেন্টে সব মিলিয়ে ৭৬ জন এ্যাথলেটের (৩৮ জন নারী, ৩৮ জন পুরুষ) অংশগ্রহনের কোটা রয়েছে। 

প্যারিস অলিম্পিকে বাস্কেটবল ৩x৩ ইভেন্টে আটটি দল অংশ নিলেও এবার তা বাড়িয়ে উভয় বিভাগে ১২টি করা হয়েছে। 

প্যারিস গেমসে বক্সিং নিয়ে নানা বিতর্ক সত্বেও লস এ্যাঞ্জেলসে এই ইভেন্টের অনুমোদন মিলেছে। শুধুমাত্র অনুমোদনই না নিয়মিত ইভেন্টের বাইরে নারীদের বিভাগে অতিরিক্ত একটি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে নারী-পুরুষ দুই বিভাগেই সাতটি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা আয়োজিত হবে। 

নারীদের ফুটবলে রেকর্ড ১৬টি দল অংশ নিবে। এর আগের গেমসগুলোতে সব মিলিয়ে ১২টি দল অংশ নিতো। 

এছাড়া লস এ্যাঞ্জেলস গেমসে ছয়টি মিক্সড জেন্ডার টিম ইভেন্ট অনুষ্ঠিত হবে। গেমসের ইতিহাসে প্রথমবারের মত কম্পাউন্ড আরচ্যারিতে মিক্সড টিম ইভেন্ট অনুষ্ঠিত হবে। বর্তমানে আয়োজিত পাঁচটি রিকার্ভ ইভেন্টের সাথে এটি  যোগ হবে। 

এ্যাথলেটিক্সে ৪x১০০ মিটারে মিক্সড ইভেন্টে অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২৮ গেমসে গল্ফ, টেবিল টেনিস ও আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে মিক্সড টিম ইভেন্টে প্রতিযোগিতা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০