আজিজুলের সেঞ্চুরিতে জয় দিয়ে লিগ পর্ব শেষ করল গুলশান

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৮:২৫

ঢাকা, ১২ এপ্রিল ২০২৫ (বাসস) : ওপেনার ও অধিনায়ক আজিজুল হাকিমের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্ব শেষ করল গুলশান ক্রিকেট ক্লাব।

লিগ পর্বের ১১ ও শেষ রাউন্ডের ম্যাচে আজ গুলশান ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ১০৬ বলে ১০৫ রান করেন আজিজুল।

সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৭.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। উপরের সারির ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও সাত নম্বরে নামা সাজ্জাদুল হক হাফ-সেঞ্চুরির স্বাদ নেন।

৩টি চার ও ২টি ছক্কায় ৭৩ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন সাজ্জাদুল। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে জাকির হাসান ৪৩ ও অধিনায়ক ইরফান শুক্কুর ৪২ রান করেন। দুই ওপেনার মোহাম্মদ নাইম ৩৬ ও সাব্বির হোসেন ২২ রান করেন।

গুলশানের সফল বোলার ছিলেন পেসার মেহেদি হাসান। ৩৫ রানে ৩ উইকেট নেন তিনি। পাশাপাশি ২টি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।

জবাবে সতীর্থ জাওয়াদ আবরারকে নিয়ে দলকে ৯২ বলে ৭১ রানের সূচনা এনে দেন আজিজুল। ৩৩ রান করে বিদায় নেন আবরার।

এরপর গুলশানের জয়ের পথ তৈরি করেন আজিজুল। চতুর্থ উইকেটে খালিদ হাসানকে নিয়ে ৬২ রান যোগ করার পথে ১০ ম্যাচের লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নেন আজিজুল।

দলীয় ১৭৯ রানে আউট হন আজিজুল। ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৬ বলে ১০৫ রান করেন তিনি। তার বিদায়ের পর গুলশানের জয় নিশ্চিত করেন সাকিব শাহরিয়ার ও ফরহাদ রেজা। সাকিব ৯ ও ফরহাদ ১ রানে অপরাজিত ছিলেন।

১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে আগেই সুপার সিক্স নিশ্চিত করা গুলশান। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে প্রাইম ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০