ডিপিএল: মজিদের সেঞ্চুরিতে রেলিগেশন এড়ানোর আশা টিকিয়ে রাখলো রূপগঞ্জ টাইগার্স

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:২২

ঢাকা, ১২ এপ্রিল ২০২৫ (বাসস) : ওপেনার আব্দুল মজিদের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেলিগেশন এড়ানোর আশা টিকিয়ে রাখলো রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

লিগ পর্বের ১১ ও শেষ রাউন্ডের ম্যাচে আজ রূপগঞ্জ টাইগার্স ২৮ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে উঠল রূপগঞ্জ টাইগার্স। ১১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে শাইনপুকুর।

সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে মজিদের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫০ রান করে রূপগঞ্জ টাইগার্স।

৬টি চার ও ২টি ছক্কায় ১৩৯ বলে অপরাজিত ১০২ রান করেন মজিদ। এছাড়া মাহমুদুল হাসান ৩টি চার ও ২টি ছক্কায় ৫৬ রান করেন।

শাইনপুকুরের শরিফুল ইসলাম ও আলি মোহাম্মদ ওয়ালিদ ২টি করে উইকেট নেন।

জবাবে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি শাইনপুকুর। ৪৮ দশমিক ১ ওভারে ২২২ রানে অলআউট হয় তারা।

রহিম আহমেদ ৫৩, মঈনুল ইসলাম তন্ময় ও শাহরিয়ার সাকিব ৫০ রান করে করেন।

রূপগঞ্জ টাইগার্সের মাহমুদুল ৩১ রানে ৪ এবং আওলাদ হোসেন ৩ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০