প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনে আর্থিক সহায়তা দেবে মুলতান সুলতানস

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৮:২৬
ইসরায়েলের নারকীয় গণহত্যায় ফিলিস্তিনের গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থসহায়তার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫ (বাসস) : ইসরায়েলের নারকীয় গণহত্যায় ফিলিস্তিনের গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থসহায়তার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস।

চলমান পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য এক লাখ পাকিস্তানি রুপি দেবে ফ্র্যাঞ্চাইজি। এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছেন মুলতান দলের মালিক আলী খান তারিন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। এ উদ্যোগে পাশে থাকতে চেয়েছে বোলাররাও। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। বিশেষভাবে শিশুদের জন্য এসব অর্থ ব্যয় করা হবে।’

গত শুক্রবার থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। গতরাত মাঠে নামে মুলতান। করাচি কিংসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। তাদের ইনিংসে ৯টি ছক্কা ছিল। 

জবাবে জেমস ভিন্সের শতকে ১৯.২ ওভারে ৬ উইকেটে ২৩৬ রান তুলে ম্যাচে জয়ী হয় করাচি। এই ইনিংসে বল হাতে ৬ উইকেট শিকার করে মুলতানের বোলাররা। 
তাই ৯টি ছক্কা ও ৬ উইকেটের জন্য প্রতি লাখে মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে জমা পড়েছে ১৫ লাখ রুপি।  

টুর্নামেন্টের মুলতানের প্রথম ম্যাচের পর দলের পক্ষ থেকে এক্স পেজে জানানো হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য প্রথম ম্যাচ থেকেই ১৫ লাখ পাকিস্তানি রুপি সংগৃহীত হয়েছে। 

এবারের পিএসএলে লিগ পর্বে আরও ৯টি ম্যাচ খেলবে মুলতান। প্লে-অফে উঠলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
১০