ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠাই এখন গুরুত্বপূর্ণ : লিটন

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৪

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫ (বাসস) : জাতীয় দলের ব্যস্ত সূচির মধ্যে আঙুলের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিতে চান বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে মাঠে নামার আগেই করাচি কিংসের অনুশীলনে আঙুলের ইনজুরিতে পড়েন লিটন। পরে স্ক্যানে চিড় ধরা পড়ে। ইনজুরি থেকে সুস্থ হতে দুই সপ্তাহ সময় লাগবে এই ব্যাটারের।

তাই পিএসএলে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে লিটনকে। রোববার ভোরে ঢাকায় পৌঁছানোর পর লিটন সাংবাদিকদের বলেন, ‘এই ধরণের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। পাশাপাশি ম্যাচ ফিটনেস ফিরে পাবার বিষয়ও আছে।’

তিনি আরও বলেন, ‘সামনে যেহেতু জাতীয় দলের খেলা আছে, তাই সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। এজন্যই আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

করাচি কিংসের টিম ম্যানেজমেন্ট সব সময়ই তাকে সমর্থন করেছে বলে জানান লিটন। তিনি বলেন, ‘তারা সত্যিই পাশে ছিল। মানসিকভাবে আমাকে খুব সহায়তা করেছে তারা। তারা জানত যে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে কিছু সময় লাগবে এবং ব্যথার অবস্থা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল। কিন্তু অনুশীলন ছাড়া এমন টুর্নামেন্টে  খেলা সত্যিই কঠিন।’ 

তবে কোন ম্যাচ না খেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় হতাশ লিটন। তিনি বলেন, ‘আমি এই পিএসএল থেকে ইতিবাচক কিছু নিতে পারিনি। যা হয়েছে, ক্ষতিই। আমার মনে হয়, আমি পাওয়ার থেকে বেশি হারালাম।’

১১ এপ্রিল থেকে শুরু হয় পিএসএল। মুলতান সুলতানের বিপক্ষে ৪ উইকেটের রোমাঞ্চকর জয়ে আসর শুরু করেছে করাচি কিংস। 

করাচি কিংসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। ৯টি চার ও ৫টি ছক্কায় ৬৩ বলে অপরাজিত ১০৫ রান করেন রিজওয়ান। 

জবাবে জেমস ভিন্সের শতকে ১৯.২ ওভারে ৬ উইকেটে ২৩৬ রান তুলে ম্যাচ জিতে নেয় করাচি। ১৪টি চার ও ৪টি ছক্কায় ৪৩ বলে ১০১ রান করেন ভিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : নজরুল ইসলাম খান
বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
১০