কারাদণ্ডের শুরুর তারিখ আজ জানতে পারবেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৩:২২

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি আজ সোমবার কারাদণ্ডের শুরুর তারিখ জানতে পারবেন। 

তিনি কখন ও কোথায় তার কারাদণ্ড ভোগ করবেন, এ বিষয় তাকে জানানো হবে। গত মাসে দেশটির একটি আদালত তাকে ফৌজদারি ষড়যন্ত্রের জন্য পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। 

সারকোজিকে সেপ্টেম্বরের শেষের দিকে লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফির কাছ থেকে ২০০৭ সালের প্রেসিডেন্ট  পদপ্রার্থী হিসেবে তহবিল সংগ্রহের পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং সেই দোষের বিরুদ্ধে আপিল করেছেন। 

যদিও ফরাসি আইন অনুসারে তার আপিলের মেয়াদ শেষ হওয়ার পরেও তার সাজা কার্যকর করা হবে।

৭০ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট হবেন যুদ্ধোত্তর প্রথম ফরাসি নেতা এবং ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশের প্রথম সাবেক প্রধান, যিনি কারাদণ্ড ভোগ করবেন।

নাম প্রকাশ না করার শর্তে এক বিচার বিভাগীয় সূত্র সাজা ঘোষণার পর  বিস্তারিত কিছু জানিয়ে এএফপিকে বলেন, সারকোজিকে ‘খুব শীঘ্রই’ কারাগারে পাঠানো হবে। 

এই বিচারিক কার্যক্রমে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। 

সারকোজিকে একটি নির্জন কারাগারে রাখা হতে পারে।

সাবেক প্রসিডেন্ট তাৎক্ষণিকভাবে সেপ্টেম্বরে তাকে দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে আপিল করেছেন। আগামী মাসগুলোতে নতুন বিচারের আশা করা হচ্ছে।

প্যারিসের আপিল আদালত এটি আয়োজনের জন্য ১৮ মাস পর্যন্ত সময় পাবে।

একবার কারাদণ্ডপ্রাপ্ত হলে, তার আইনজীবীরা তার মুক্তির জন্য আপিল আদালতে আবেদন করতে পারেন। 

তবে অন্যথায় সিদ্ধান্ত না নিলে, তিনি হেফাজতে থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০