ওয়াসির ঘূর্ণিতে রেলিগেশনে ব্রাদার্স

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৭

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫ (বাসস) : গাজী গ্রুপ ক্রিকেটার্সের ১৮ বছর বয়সী লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকের ঘূর্ণিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেলিগেশনে এড়াতে পারল না ব্রাদার্স ইউনিয়ন। 

লিগ পর্বের ১১তম ম্যাচে আজ গাজী গ্রুপের কাছে ৫১ রানে হেরেছে ব্রাদার্স। এ ম্যাচ বড় ব্যবধানে জিতলে রেলিগেশন এড়ানোর ভাল সুযোগ ছিল ব্রাদার্সের। 

এই হারে ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ দলের টেবিলের ১১তম স্থানে আছে ব্রাদার্স। পারটেক্স স্পোর্টিং ক্লাব (৬) ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের (২) সাথে রেলিগেশনে  খেলতে হবে ব্রাদার্সকে। 

সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে দুই হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩০১ রানের বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ। 

শামসুর রহমান ৫টি চার ও ২টি ছক্কায় ৮৪ এবং সালমান হোসেন ইমন ৩টি করে চার-ছক্কায় ২৭ বলে অনবদ্য ৫১ রান করেন। বল হাতে ব্রাদার্সের সুমন খান ৪ উইকেট নেন। 

জবাবে উইকেটরক্ষক জাহিদুজ্জামানের সেঞ্চুরির পরও ৪৩.১ ওভারে ২৫০ রানে অলআউট হয় ব্রাদার্স। ১৭টি চার ও ২টি ছক্কায় ৯২ বলে ১২২ রান করেন জাহিদুজ্জামান। 

দ্বিতীয় উইকেটে ওপেনার মাহফিজুল ইসলামের সাথে ১১০ রানের জুটি গড়েন জাহিদুজ্জামান। ৫টি চার ও ২টি ছক্কায় ৫৫ রান করেন মাহফিজুল। মিডল অর্ডারে বড় জুটি না হওয়াতে বৃথা যায় জাহিদুজ্জামানের লড়াকু সেঞ্চুরি। 

বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ওয়াসি। ১০ ওভারে ৫২ রানে ৬ উইকেট নেন তিনি। ১৪ ম্যাচের লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে এই প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ওয়াসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কারাদণ্ডের শুরুর তারিখ আজ জানতে পারবেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
দুর্যোগ ও প্রশমন দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও সভা
নাটোরে শিশুদের সুরক্ষায় আলোচনা সভা
দিনাজপুরে শিশু অধিকার সপ্তাহে শিক্ষা উপকরণ বিতরণ
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
১০