রূপগঞ্জকে হারিয়ে পঞ্চম স্থানে উঠল অগ্রণী ব্যাংক

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:০৭

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫ (বাসস) : পঞ্চম স্থানে থেকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্সে খেলবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 

লিগ পর্বের ১১তম ও শেষ ম্যাচে আজ অগ্রণী ব্যাংক ৮৯ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠল অগ্রণী ব্যাংক। লিগ পর্বে শেষ ম্যাচে হেরে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেল লিজেন্ডস অব রূপগঞ্জ। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট আছে তাদের। আগেই সুপার সিক্স নিশ্চিত করেছে এই দু’দল। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে টপ অর্ডারের তিন হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ গড়ে অগ্রণী ব্যাংক। 

দুই ওপেনার সাদমান ইসলাম ৮৭, ইমরানুজ্জামান ৫০ ও তিন নম্বরে নামা অমিত হাসান ৫৯ রান করেন। হাফ-সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন চার নম্বরে নামা অধিনায়ক মার্শাল আইয়ুব। ৩৬ বলে ৪৮ রান করেন তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের রেজাউর রহমান রাজা ২ উইকেট নেন। 

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ৪০.১ ওভারে ২১৭ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি দলের ছয় ব্যাটার। ২১ থেকে ৩৩ রানের মধ্যে আউট হয়েছেন তারা। এর মধ্যে মাহমুদুল হাসান জয় ৩৩, সৌম্য সরকার ৩২ ও আকবর আলি ৩১ রান করেন। 

৩৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অগ্রণী ব্যাংকের পেসার রবিউল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : নজরুল ইসলাম খান
বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
১০