আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০১

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫ (বাসস) : ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। আজ এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। 

১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে ভারত। ১৭ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের ওয়ানডে হবে ২০ আগস্ট। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

এরপর চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। সেখানে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। ২৩ আগস্ট বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ আগস্ট থেকে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে আবারও ঢাকায় ফিরবে তারা। মিরপুরে টি-টোয়েন্টির শেষ দুই ম্যাচ হবে যথাক্রমে- ২৯ ও ৩১ আগস্ট। 

এই প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

ভারত সিরিজ নিয়ে বিসিবি প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে রোমাঞ্চকর এবং প্রত্যাশিত আয়োজনগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে সকল সংস্করণেই ভারত অসাধারণ ক্রিকেট খেলছে। দু’দেশেরই লাখ-লাখ ক্রিকেটপ্রেমী এই সিরিজটি উপভোগ করবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছে এবং আমি নিশ্চিত এটিও উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য সিরিজ হবে।’

ভারতের বিপক্ষে সর্বশেষ দুটি দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে ও ২০২২ সালে ঘরের মাঠে তিন ম্যাচের দু’টি সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : নজরুল ইসলাম খান
বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
১০