মার্চের সেরা আইয়ার ও ভল

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:১৯ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৪১
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মার্চের সেরা হয়েছেন ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ার এবং নারী ক্রিকেটার হিসেবে সেরা হয়েছেন অস্ট্রেলিয়া জর্জিয়া ভল -ছবি : সংগৃহী

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মার্চের সেরা হয়েছেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রাখা ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে পেছনে ফেলেন তিনি। 

গেল মাসের পারফরমেন্সে নারী ক্রিকেটার হিসেবে সেরা হয়েছেন অস্ট্রেলিয়া জর্জিয়া ভল। স্বদেশি অ্যানাবেল সাদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদকে পেছনে ফেলে প্রথমবারের মত সেরা হন তিনি। নারী ক্রিকেটে এই নিয়ে টানা চার মাসে সেরা হলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। 

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে।  

গত মাসে ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রাখেন আইয়ার। মার্চে তিন ওয়ানডে খেলে ৫৭.৩৩ গড় ও ৭৭.৪৭ স্ট্রাইক রেটে ১৭২ রান করেন তিনি। টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ডান-হাতি ব্যাটার। 

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৫ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আইয়ার।

এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ায় খুশি ৩০ বছর বয়সী আইয়ার। তিনি বলেন, ‘মার্চ মাসে আইসিসি প্লেয়ার অব দা মান্থ হয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি খুবই স্পেশাল, বিশেষ করে এমন এক মাসে, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছি। যে মুহূর্তটি আমি আজীবন লালন করব।’

তিনি আরও বলেন, ‘ভারতের হয়ে বড় মঞ্চে অবদান রাখতে পারা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। সতীর্থ, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের অবিচল সমর্থন ও ভরসার জন্য। সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের প্রাণশক্তি ও প্রেরণা আমাদেরকে এগিয়ে নেয় প্রতি পদক্ষেপে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের : মার্কিন গণমাধ্যম
পহেলা মে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ’
মালদ্বীপে ইসরাইলি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপে সহায়তার আশ্বাস আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন দেশের
অনলাইন জুয়া খেলা বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং কর্মীদের সুযোগ বাড়ানো হলো
ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু
প্রকল্প সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা শারমীন এস মুরশিদের
কাল ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
ইউক্রেন শান্তি আলোচনা ‘সহজ নয়’: ন্যাটো প্রধান রুটে
১০