কিশোরগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৫ (বাসস) : জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৬ প্রতিভাবান খেলোয়াড় বাছাই প্রক্রিয়া।
গতকাল অনুষ্ঠিত এই বাছাই পর্বের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজাবে রহমত।
কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলা থেকে ১০ টি ইভেন্টে প্রায় ১৩০ জন খেলোয়াড় অংশ নেয়। এর মধ্য থেকে প্রতিভাবান ১০ জন খেলোয়াড়কে চূড়ান্ত বাছাই করা হয়।
হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, কাবাডি, ভারোত্তোলন, সাইক্লিং, জুডো, দাবা, জিমন্যাস্টিকস ও ক্রিকেট ইভেন্টে বালক ও বালিকা বিভাগে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
খেলোয়াড়দের উৎসাহ দিতে কিশোরগঞ্জ লাজফার্মা থেকে জার্সি বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে লাজফার্মার কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।