ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ : জ্যোতি

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২০:৩৯
নিগার সুলতানা জ্যোতি -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ী হতে পারলেই এ বছরের শেষে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে। এই সমীকরণকে মাথায় রেখে লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন মাঠে আগামীকালকের ম্যাচ সম্পর্কে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন ক্যারিবীয়ানদের বিপক্ষে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে তার দল পুরোপুরি প্রস্তুত। 

ইতোমধ্যেই টানা তিন ম্যাচে জয়ী হয়ে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে টাইগ্রেসরা। কিন্তু শেষ দুটি ম্যাচে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর আরো এক শক্তিশালী দল পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। 

এই দুই ম্যাচ নিজেদের সেরাটা দিয়েই মোকাবেলা করতে হবে বলে জ্যোতি মনে করেন, ‘আমরা যত দ্রুত সম্ভব বিশ্বকাপের টিকেট পেতে টাই। আমাদের একটি দল হিসেবে খেলতে হবে। পরের ম্যাচের জন্য দলের সবাই মুখিয়ে আছি। এই মুহূর্তে দলের সবার আত্মবিশ্বাসও বেশ তুঙ্গে।’

থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে পরাজিত করে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। এরপর নাটকীয় ম্যাচে আয়ারল্যান্ডক ২ উইকেটে পরাজিত করার পর তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায়। 

আগের তিন ম্যাচের প্রতিশ্রুতি নিয়েই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে মোকাবেলা করতে চান জ্যোতি। বিশেষ করে প্রথম তিন ম্যাচের মনোযোগ তিনি ধরে রাখতে চান। এ সম্পর্কে জ্যোতি বলেন, ‘একটি দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমাদের সেদিকটাই গুরুত্ব দিতে হবে। অবশ্যই ম্যাচটি বেশ বড়। কিন্তু আগের তিনটি ম্যাচ আমরা যেভাবে খেলেছি তারই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যাবে। 

এই তিনটি জয়ে জ্যোতির নেতৃত্বে দলের ব্যাটিং বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিন ম্যাচে ২৩৫ রান সংগ্রহ করে বাংলাদেশের অধিনায়ক এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছে। 

আর জ্যোতি বিষয়টি নিয়ে দারুন আত্মবিশ্বাসী, ‘গত কয়েক বছর যাবত ব্যাটিংয়ে আমরা দূর্বল ছিলাম। বিপরীতে বোলাররা ভাল করছিল। কিন্তু এই টুর্নামেন্টে ব্যাটাররা যেভাবে সহযোগিতা করেছে তা অভাবনীয়। বিশেষ করে টপ অর্ডার ধারাবাহিক রান পাচ্ছে। এই একটি জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন ছিল, যা দীর্ঘদিনের লক্ষ্য ছিল। 

সেই উন্নতি এখন দৃশ্যমান। আশা করছি এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
সিনারের অসুস্থতায় সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনে ইউজিসি ও ডিআইইউ’র চুক্তি স্বাক্ষর
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চারা বিতরণ
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
মিয়ানমারে নির্বাচনের আগে থাই সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ
১০