ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫ (বাসস) : আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ে রিয়াল মাদ্রিদ যদি নতুন কোচ নিতে চায় তবে সেই বিষয়টিকে মেনে নেবার কথা জানিয়েছে কার্লো আনচেলত্তি।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কাল ২-১ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে শেষ চার নিশ্চিত করেছে গানার্সরা।
এনিয়ে মৌসুমে ১২তম পরাজয়ে স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। আনচেলত্তি বলেছেন, ‘কোচ পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে ক্লাবের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এটা এ বছরই হতে পারে, অথবা আগামী মৌসুমের শেষে আমার সাথে চুক্তি শেষ হবার পরও হতে পারে। কোনটিতেই আমি কোন সমস্যা দেখছি না।
তবে একটি কথা বলতে চাই, যেদিনই এই ক্লাব ছেড়ে চলে যাব আমি রিয়ালকে শুধুমাত্র ধন্যবাদ জানাবো। এটা আগামীকালও হতে পারে, ১০ দিন, এক মাস অথবা এক বছরও হতে পারে। সবকিছুর পরেও আমি ধন্যবাদ জানাতে চাই, তখন আমার সাথে চুক্তি থাকুক বা না থাকুক।’
ইতোমধ্যেই মাদ্রিদের সাথে বায়ার লেভারকুসেনের কোচ ও সাবেক লস ব্ল্যাঙ্কোস খেলোয়াড় জাভি আলোনসো ও লিভারপুলের সাবেক বস জার্গেন ক্লপের যোগাযোগের গুঞ্জন পাওয়া গেছে।
আনচেলত্তি বলেছেন, তার দল এখনো লা লিগা ও কোপা ডেল রে’র লড়াইয়ে টিকে আছে। এছাড়া এ বছর গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপ রয়েছে।
আর্সেনালের কাছে পরাজয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘ম্যাচে জয়ের জন্য তার দল সবকিছু দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেনি। সত্যি বলতে কি আর্সেনাল দারুনভাবে নিজেদের প্রতিরোধ করেছে।
জায়গা খুঁজে পেতে আমাদের কষ্ট হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা ভাল করেছি, কিন্তু সেটা যথেষ্ঠ ছিলনা।’