চীনে ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৫:১৮ আপডেট: : ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৩৫

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫ (বাসস) : চায়নার একটি বিল্ডিংয়ের ১১ তলা থেকে পড়ে মারা গেছেন গ্যাবন ও এফসি সিনসিনাতির সাবেক ফরোয়ার্ড এ্যারন বুপেন্দজা। মৃত্যুকালে তা বয়স হয়েছিল ২৮ বছর।

গ্যাবনিজ ফুটবল ফেডারেশন (এফইজিএএফওওটি) এই তথ্য নিশ্চিত করেছে। 

সামাজিক যোগাযাগ মাধ্যমে দেয়া ফেডারেশনের এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও কিভাবে বা কখন এই ঘটনা ঘটেছে সে ব্যপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

এ বছর চাইনিজ সুপার লিগের ক্লাব ঝেজ্যাং এফসির হয়ে খেলেছেন বুপেন্দজা। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বুপেন্দজা তার নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে পুরো বিষয়টিতে সংশ্লিষ্ঠ বিভাগের তদন্তে ক্লাবের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে। 

২০২৩ সালে মেজর লিগ সকার ক্লাব এফসি সিনসিনাতিতে যোগ দিয়েছিলেন বুপেন্দজা। সেখানে ১০ ম্যাচে পাঁচ গোল করেছিলেন। তার নৈপুন্যে সিনসিনাতি এমএলএস সাপোর্টাস শিল্ডের শিরোপা জয় করে।

কিন্তু গত বছর আগস্টে তার সাথে চুক্তি বাতিল করে সিনসিনাতি। 

বুপেন্দজার মৃত্যুতে সিনসিনাতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। 

বুপেন্দজা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন স্বদেশি গ্যাবনের ক্লাব সিএফ মোনানার হয়ে। পরবর্তীতে ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন তরুণ এই ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কারাদণ্ডের শুরুর তারিখ আজ জানতে পারবেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
দুর্যোগ ও প্রশমন দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও সভা
নাটোরে শিশুদের সুরক্ষায় আলোচনা সভা
দিনাজপুরে শিশু অধিকার সপ্তাহে শিক্ষা উপকরণ বিতরণ
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
১০