সেমিফাইনালে উঠে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ইন্টার

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৮
সেমিফাইনালে উঠে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ইন্টার মিলান -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫ (বাসস) : বায়ার্ন মিউনিখের সাথে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। এর মাধ্যমে এবারের মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালিয়ান জায়ান্টরা। 

শেষ চারে ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বার্সেলোনা। 

সান সিরোতে প্রচন্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে দুই দল মুখোমুখি হয়। যে কারনে কোন দলই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। 

২০১০ সালে হোসে মরিনহোর অধীনে ইন্টার সিরি-এ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালিয়ান কাপ জয় করেছিল। এবারও সেই আশায় এগিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। নাপোলির থেকে তিন পয়েন্ট এগিয়ে সিরি-এ লিগে শীর্ষে রয়েছে ইন্টার। একইসাথে ঘরোয়া কাপেরও সেমিফাইনালে উঠেছে। দুই বছর আগে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা হয়নি। এবার আর ইউরোপীয়ান এলিট ক্লাব প্রতিযোগিতায় সেই ভুল করতে চায়না ইন্টার। 

ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আগের তিনটি এ্যাওয়ে ম্যাচেই জয়ী হয়েছিল বায়ার্ন। কিন্তু এবার ইনজুরির কাছে হার মানতে হলো বুন্সেসলিগার চ্যাম্পিয়নদের। 

১৫ বছর আগে সেমিফাইনালে বার্সেলোনাকে পরাজিত করার রেকর্ড রয়েছে ইন্টার। আগামী ৬ মে সান সিরোতে তারই পুনরাবৃত্তি করতে চায় সিমোনে ইনজাগির দল। 

৫২ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের গোলে দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতায় ফিরে বায়ার্ন। ৫৮ মিনিটে ডিমারকোর কর্ণার থেকে লটারো মার্টিনেজের গোলে আবারো এগিয়ে যায় ইন্টার। তিন মিনিট পর আরো একটি কর্ণার থেকে পাভার্ড তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলে পুরো সান সিরো উল্লাসে ফেটে পড়ে। ৭৬ মিনিটে এরিক ডায়ার গোল করলেও তা বায়ার্নের হার এড়াতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৭ : পুলিশ 
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
১০