টানা দ্বিতীয় জয়ে সপ্তম স্থানে মুম্বাই

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ (বাসস) : ব্যাটার-বোলারদের নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই ৪ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে।

এই জয়ে ৭ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠেছে মুম্বাই। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে হায়দারাবাদ।

মুম্বাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৫ বলে ৫৯ রানের সূচনা পায় হায়দারাবাদ। ভালো শুরু করেও দুই ওপেনার অভিষেক শর্মা ৪০ ও ট্রাভিস হেড ২৮ রানে আউট হন।

দুই ওপেনারের বিদায়ের পর উইকেটরক্ষক হেনরিচ ক্লাসেনের ২৮ বলে ৩৭ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে হায়দারাবাদ। এছাড়াও নিতিশ কুমার রেড্ডি ১৯ ও অনিকেত ভার্মা অপরাজিত ১৮ রান করেন।

মুম্বাইয়ে স্পিনার উইল জ্যাক ২ উইকেট নেন।

জবাবে ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ১১ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন জ্যাকস। পাশাপাশি রায়ান রিকেলটন ৩১, রোহিত শর্মা ও সুর্যকুমার যাদব ২৬ রান করে করেন।

২১ রান করে মুম্বাইয়ের জয়ের অবদান রাখেন তিলক ভার্মা ও অধিনায়ক হার্ডিক পান্ডিয়া।

হায়দারাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ৩টি ও ইশান মালিঙ্গা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন মুম্বাইয়ের জ্যাকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের অপতৎপরতা রোধে সতর্ক পুলিশ : ডিএমপি
ভোলায় ঢাকাগামী ইন্ট্রাকো কোম্পানির  গ্যাস ভর্তি কাভার্ডভ্যান আটকে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা
চাঁদপুরে নারী উদ্যোক্তাদের বৈশাখী মেলা জমে উঠেছে
২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে নানা উদ্যোগ
বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি
অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা
ভর্তুকি মূল্যে পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা 
হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে
বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নিবে না : ডা. শফিকুর রহমান
বিশ্বে প্রথমবার বেইজিংয়ে হাফ ম্যারাথনে অংশ নিল দু-পেয়ে রোবট
১০