টানা দ্বিতীয় জয়ে সপ্তম স্থানে মুম্বাই

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ (বাসস) : ব্যাটার-বোলারদের নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই ৪ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে।

এই জয়ে ৭ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠেছে মুম্বাই। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে হায়দারাবাদ।

মুম্বাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৫ বলে ৫৯ রানের সূচনা পায় হায়দারাবাদ। ভালো শুরু করেও দুই ওপেনার অভিষেক শর্মা ৪০ ও ট্রাভিস হেড ২৮ রানে আউট হন।

দুই ওপেনারের বিদায়ের পর উইকেটরক্ষক হেনরিচ ক্লাসেনের ২৮ বলে ৩৭ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে হায়দারাবাদ। এছাড়াও নিতিশ কুমার রেড্ডি ১৯ ও অনিকেত ভার্মা অপরাজিত ১৮ রান করেন।

মুম্বাইয়ে স্পিনার উইল জ্যাক ২ উইকেট নেন।

জবাবে ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ১১ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন জ্যাকস। পাশাপাশি রায়ান রিকেলটন ৩১, রোহিত শর্মা ও সুর্যকুমার যাদব ২৬ রান করে করেন।

২১ রান করে মুম্বাইয়ের জয়ের অবদান রাখেন তিলক ভার্মা ও অধিনায়ক হার্ডিক পান্ডিয়া।

হায়দারাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ৩টি ও ইশান মালিঙ্গা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন মুম্বাইয়ের জ্যাকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : নজরুল ইসলাম খান
বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
১০