অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৮:০১
ছবি সংগৃহীত

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ (বাসস) : প্রথম তিন ম্যাচ জয়ের পর নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে হেরে গেল বাংলাদেশ দল। গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরেছে টাইগ্রেসরা।

এই হারে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেসদের। লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। হেরে গেলেও সুযোগ থাকবে নিগার-শারমিনদের। সেক্ষেত্রে অন্য দলগুলোর পয়েন্ট ও রানরেট হিসাব-নিকাশ হবে।

লাহোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শারমিন আকতারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে বাংলাদেশ।

তিন নম্বরে নেমে ১০টি চারে ৭৯ বলে ৬৭ রান করেন শারমিন। এছাড়া ওপেনার ফারজানা হক ৪২, নাহিদা আকতার ২৫ ও রাবেয়া খান অপরাজিত ২৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলিয়া অ্যালেইন ৪ উইকেট নেন।

জবাবে ৪৬ ওভারে ৭ উইকেটে ২২৮ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৬ দশমিক ৩ ওভারে ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়েছিল ক্যারিবীয়রা।

এরপর চতুর্থ উইকেটে স্টেফানি টেলর ও অধিনায়ক হেইলি ম্যাথুস ৮০ বলে ৬৬ রান তুলে দলকে ভালো অবস্থায় নেন। ৭ রানের মধ্যে এই দুই সেট ব্যাটার আউট হলেও শিনেলি হেনরির ৪৮ বলে অপরাজিত ৫১ রানের সুবাদে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। টেলর ৫১ বলে ৩৬ এবং ম্যাথুস ৪৫ বলে ৩৩ রান করেন।

বাংলাদেশের মারুফা আকতার ২ উইকেট নেন।

দিনের আরেক ম্যাচে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২০৫ রান করে পাকিস্তান। জবাবে ১১৮ রানে অলআউট হয় থাইল্যান্ড।

৪ ম্যাচ খেলে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 
বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ
নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’
রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 
সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশজুড়ে ভ্রাম্যমাণ অভিযান : ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও হুঁশিয়ারি
সিনারের অসুস্থতায় সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনে ইউজিসি ও ডিআইইউ’র চুক্তি স্বাক্ষর
১০