দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করে র‌্যাংকিংয়ে বড় লাফ মার্করামের

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২২:০৮

ঢাকা, ১৮ জুন ২০২৫ (বাসস) : সদ্য শেষ হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। ফাইনালের মঞ্চে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ দেন ওপেনার আইডেন মার্করাম। 

লর্ডসে ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠছেন মার্করাম। বর্তমানে মার্করামের রেটিং পয়েন্ট ৭২৩।

আজ টেস্ট র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের। দুই ইনিংসে মাত্র ২০ রান করায় চার ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন হেড। 

ফাইনালের প্রথম ইনিংসে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করার পরও র‌্যাংকিংয়ে কোন উন্নতি হয়নি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার। ব্যাটাদের শীর্ষ সাতেও কোন পরিবর্তন হয়নি। 

৮৮৮ রেটিং নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন দাস। ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সাথে যৌথভাবে ৩৭তম স্থানে আছেন লিটন। 

ফাইনালে বল হাতে ১১০ রানে ৯ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। দুর্দান্ত বোলিং নৈপুন্যে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রাবাদা। ৯০৮ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।

টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাইজুল ইসলাম। ৬৭৫ রেটিং নিয়ে ১৬তম স্থানে আছেন তিনি। 

৪০০ রেটিং নিয়ে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ৩২৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০