এস্পানেয়ল থেকে গোলরক্ষক গার্সিয়াকে দলে নিল বার্সেলোনা

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২২:১৭

ঢাকা, ১৮ জুন ২০২৫ (বাসস) : নগর প্রতিদ্বন্দ্বী এস্পানেয়ল থেকে গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে ২৬.৩৪ মিলিয়ন ইউরোতে ছয় বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।
২৪ বছর বয়সী গার্সিয়া টিনএজ বয়সে এস্পানেয়লে যোগ দিয়েছিলেন। গত মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে আটটিতে তার বিপক্ষে প্রতিপক্ষ দল গোল করতে পারেনি। 

গত মৌসুমে লা লিগাসহ চারটি শিরোপা জয় করে হান্সি ফ্লিকের দল। এবারের গ্রীষ্মে গার্সিয়াই কাতালান জায়ান্টদের প্রথম চুক্তিভূক্ত খেলোয়াড়। 

বার্সেলোনার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লা লিগায় দারুন একটি মৌসুম কাটিয়েছে গার্সিয়া। এস্পানেয়লের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাত্র ২৪ বছর বয়সে তার মধ্যে বিশেষ কিছু গুণাবলী লক্ষ্য করা গেছে। যে কারনে বিশ্বের অনেক শীর্ষ ক্লাবই গার্সিয়ার প্রতি আগ্রহ দেখিয়েছে। বার্সেলোনাও তার মধ্যে অন্যতম।’

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এস্পানেয়লের সমর্থকদের বিদায় জানিয়েছেন গার্সিয়া। এ সময় তিনি বলেন, ‘আমি জানি সিদ্ধান্তটা মোটেই সহজ ছিলনা। অনেকের অনুভব করতে কষ্ট হচ্ছে। এটা শুধুমাত্র আমার ক্যারিয়ারের বিষয় নয়, সেরা একটি ক্লাবের সাথে পুরো পরিবার ও আমি নিজেও জড়িত। 

আগামী মৌসুমে বার্সেলোনার নাম্বার ওয়ান জার্সি পড়তে হলে জার্মানীর মার্ক-আন্দ্রে টার স্টেগান, পোল্যান্ডের ওজিচে সিজিসনি ও স্প্যানিয়ার্ড ইনাকি পেনার সাথে কঠিন লড়াই করতে হবে গার্সিয়াকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০