ইংল্যান্ড সিরিজ দিয়ে রোহিত-কোহলিবিহীন টেস্ট যুগ শুরু করছে ভারত

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৭:০৬

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : গত মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। সে কারনে আগামীকাল থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে রোহিত-কোহলিবিহীন টেস্ট যুগ শুরু করতে যাচ্ছে ভারত। এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র (২০২৫-২৭) শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের। জয় দিয়ে নতুন চক্র শুরু করতে চায় দু’দল।

লিডসের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

২০১১ সালে কোহলি ও ২০১৩ সালে টেস্টে পথচলা শুরু হয় রোহিতের। দীর্ঘ দিন ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসার প্রতীক হয়েছিলেন তারা। দু’জনে মিলে সাদা পোশাকে ১৯০ টেস্টে খেলেছেন। কোহলি ১২৩ টেস্টে ৯২৩০ রান এবং রোহিত ৬৭ টেস্ট খেলে ৪৩০১ রান করেছেন। এই অর্জন নিয়ে গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন কোহলি-রোহিত।

তাদের অবসরের পর প্রথমবারের মত টেস্ট খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে রোহিত-কোহলিবিহীন টেস্ট যুগ শুরু হবে টিম ইন্ডিয়ার।

রোহিত ও কোহলির উত্তরসূরি হিসেবে শুভমান গিলকে বেছে নিয়েছে ভারত। সর্বশেষ টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত। তার অবসরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতকে প্রথমবারের মত টেস্টে নেতৃত্ব দেবেন গিল। আর কোহলির অবসরে চার নম্বর পজিশনে ব্যাট করবেন গিল।

প্রথম টেস্টের আগে এ কথা জানিয়েছেন ভারতের সহ-অধিনায়ক উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্ত। তিনি বলেন, ‘কোহলির জায়গায় কে ব্যাট করবে, এ নিয়ে আলোচনা হয়েছে অনেক। কোহলির জায়গায় চার নম্বরে ব্যাট করতে নামবে গিল। আর পাঁচ নম্বরেই থাকব আমি। তবে গিলের তিন নম্বর জায়গায় কে খেলবে, সেটি এখনও চূড়ান্ত নয়।’
১৯৯২ সাল থেকে ভারতীয় টেস্ট দলে চার নম্বর পজিশনে ব্যাট করেছেন শচীন টেন্ডুলকার। এরপর টেন্ডুলকারের অবসরে ২০১৩ সাল থেকে চার নম্বর পজিশনে ব্যাট করেছেন কোহলি। গত ৩৩ বছর চার নম্বর পজিশন নিয়ে চিন্তাই করতে হয়নি ভারতকে।

রোহিতের জায়গায় ওপেনার হিসেবে খেলবেন লোকেশ রাহুল। যশ্বসী জয়সওয়ালের সাথে ইনিংস শুরু করবেন তিনি। তিন নম্বরে সুযোগ পাবার দৌড়ে এগিয়ে করুণ নায়ার। দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে ফিরেছেন তিনি। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ভারত ‘এ’ দলের হয়ে তিন নম্বরে নেমে ২০৪ রানের ইনিংস খেলেন নায়ার। ২০১৬ সালে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন এই ডান-হাতি ব্যাটার। ৩৮১ বলে ৩০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন নায়ার।

এদিকে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ইতোমধ্যে ঘোষণা করেছে ইংল্যান্ড। জ্যাকব বেথেলকে পেছনে ফেলে একাদশে সুযোগ পেয়েছেন ওলি পোপ। তিন নম্বরে ব্যাট করবেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন ও স্যাম কুক। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন অ্যাটকিনসন। ভারতের বিপক্ষে একাদশে সুযোগ হয়েছে ক্রিস ওকস ও ব্রাইডন কার্সের।

একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শোয়েব বাশির। দলের প্রয়োজনে স্পিন ভেল্কি দেখাতে পারেন ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট নিয়ে রুট বলেন, ‘ভারত দুর্দান্ত দল। সব সংস্করণে দল হিসেবে উন্নতি করেছে তারা। তাদের প্রতিভাবান ব্যাটার, দুর্দান্ত পেস আক্রমণ এবং শক্তিশালী স্পিনার আছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের যেকোন কন্ডিশনে ভাল খেলার সামর্থ্য রাখে ভারত। আমাদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মুখিয়ে আছে তারা। আমরাও প্রস্তত। ভারতের বিপক্ষে ভাল পারফরমেন্সে আত্মবিশ্বাস নিয়ে আমরা মাঠে নামব।’

ভারতকে বধ করতে নিজেদের পছন্দের উইকেট চেয়েছে ইংল্যান্ড অধিনায়ক ও কোচ। এমন তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন লিডসের প্রধান পিচ কিউরেটর রিচার্ড রবিনসন। তিনি বলেন, ‘ভাল উইকেটে প্রথম টেস্ট খেলতে চাইছে ইংল্যান্ড। তাদের পক্ষ থেকে ভাল মানের পিচ তৈরির অনুরোধ করা হয়েছে। যাতে বোলাররা লাইন-লেন্থ বজায় রাখতে পারে। প্রথম দিন পেসাররা সহায়তা পাবে। তবে পরের দিকে খুব বেশি সুবিধা পাবে না পেসাররা।’

২০০৭ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এরপর তিন টেস্ট সিরিজের সবগুলোই হেরেছে টিম ইন্ডিয়া। ২০২১ সালে ইংল্যান্ড সফরে সর্বশেষ সিরিজ ২-২ সমতায় শেষ করে ভারত।

এখন পর্যন্ত টেস্টে ১৩৬বার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এরমধ্যে ইংলিশদের জয় ৫১ ম্যাচে এবং ভারত জিতেছে ৩৫ টেস্ট। ৫০ টেস্ট ড্র হয়।

ইংল্যান্ড একাদশ : বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বাশির।

ভারত দল : শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পান্থ (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০