১৮৭ রানে এগিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৮:৩৯ আপডেট: : ২০ জুন ২০২৫, ১৮:৫১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস) : স্পিনার নাইম হাসানের দারুণ বোলিংয়ের পর  দুই ব্যাটার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর জোড়া হাফ-সেঞ্চুরিতে ৭ উইকেট হাতে নিয়ে ১৮৭ রানে এগিয়ে থেকে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ১০ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান করেছে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রান করে শ্রীলংকা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩৬৮ রান করেছিল শ্রীলংকা।

চতুর্থ দিনের তৃতীয় ওভারে প্রথম সাফল্য পায় বাংলাাদেশ। ১৭ রান নিয়ে খেলতে নামা ধনাঞ্জয়া ডি সিলভাকে ১৯ রানে থামান বাংলাদেশ স্পিনার নাইম হাসান।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটরক্ষক কুশল মেন্ডিস। পেসার হাসান মাহমুদের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন ৫ রান করা কুশল। বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন লিটন।

দিনের শুরুতে ৯ রানের ব্যবধানে দুই ব্যাটারকে হারানোয় ৩৮৬ রানে ষষ্ঠ উইকেট পতনে চাপে পড়ে শ্রীলংকা। সপ্তম উইকেটে লংকানদের চাপমুক্ত করেন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। বাংলাদেশি বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ৮৪ রানের জুটি গড়েন তারা।

দলীয় ৪৭০ রানে মিলানকে বোল্ড করে বাংলাদেশকে দারুন এক ব্রেক-থ্রূ এনে দেন হাসান। এই ব্রেক-থ্রুর  পরের ১৫ রানে শ্রীলংকার শেষ ৩ উইকেট তুলে সফরকারীদের ৪৮৫ রানে অলআউট করে বাংলাদেশ।

শেষ ৩ উইকেটের সবগুলোই নিয়েছেন নাইম। এতে ইনিংসে ১২১ রানে ৫ উইকেট নেন তিনি।১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন নাইম। এই প্রথম বিদেশের মাটিতে ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলেন এই স্পিনার।

শ্রীলংকার কামিন্দু মেন্ডিস ৮৭ ও মিলান ৩৯ রান করেন। নাইম ছাড়াও বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৩টি এবং তাইজুল ইসলাম ও মোমিনুল হক ১টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসের ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা এনামুল হক বিজয়  এবার ৪ রানে আউট হন।

দ্বিতীয় উইকেটে বড় জুটির চেষ্টায় ৩৬ রান যোগ করেন ওপেনার সাদমান ইসলাম ও মোমিনুল হক। জুটিতে ১৪ রান করে আউট হন মোমিনুল। এতে ৬০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন সাদমান। ৭০ বলে টেস্টে ষষ্ঠ অর্ধশতক পূর্ণ করেন তিনি। অর্ধশতকের পর ইনিংস বড় করার পথে ছিলেন সাদমান। কিন্তু ব্যক্তিগত ৭০ রানে মিলান রত্নায়েকের বলে লেগ বিফোর আউট হন তিনি। ৭টি চারে ৭৬ রান করেন সাদমান।

দলীয় ১২৮ রানে সাদমান ফেরার পর চতুর্থ উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেছেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত টেস্টে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে ৫৬ রানে এবং মুশফিক ২২ রানে অপরাজিত আছেন। ১১৩ বল খেলে ৬টি চার মারেন শান্ত।

শ্রীলংকার প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে এবং মিলান রত্নায়েকে ১টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০