শ্রীলংকার মাটিতে তৃতীয়বারের মত লিড বাংলাদেশের

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২০:৩৯

ঢাকা, ২০ জুন ২০২৫ (বাসস) : গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০ রানের লিড পেয়েছে সফরকারী  বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করে ৪৯৫ রান করে বাংলাদেশ। জবাবে ৪৮৫ রানে শেষ হয় শ্রীলংকার ইনিংস। শ্রীলংকার মাটিতে টেস্টের প্রথম ইনিংসে এই নিয়ে তৃতীয়বার লিড পায় টাইগাররা।

এর আগে ২০১৩ সালের সফরে গল-এ শ্রীলংকার মাটিতে প্রথম লিড পেয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪ উইকেটে শ্রীলংকার ৫৭০ রানের জবাবে ৬৩৮ রানে অলআউট হয় টাইগাররা। ফলে ৬৮ রানের লিড পায় বাংলাদেশ। ঐ ইনিংসে মুশফিকুর রহিম ২০০, মোহাম্মদ আশরাফুল ১৯০ ও নাসির হোসেন ১০০ রান করেন।

একই টেস্টের দ্বিতীয় ইনিংসে শ্রীলংকা ৪ উইকেটে ৩৩৫ রান করলে জয়ের জন্য ২৬৮ রানের টার্গেট পায় বাংলাদেশ। জবাবে বাংলাদেশ ১ উইকেটে ৭০ রান করার পর ম্যাচটি ড্র হয়।

এরপর ২০১৭ সালে দ্বিতীয়বার শ্রীলংকার মাটিতে টেস্টের প্রথম ইনিংসে লিড পায় বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রানের লিড পেয়েছিল টাইগাররা। ঐ টেস্ট ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

টেস্টের প্রথম ইনিংসে ৩৩৮ রান করেছিল শ্রীলংকা। জবাবে ৪৬৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান তুলে বাংলাদেশকে জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৯১ রান করে ম্যাচ জিতে নেয় টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০