অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ লাবুশেন

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২০:৪৮

ঢাকা, ২০ জুন ২০২৫ (বাসস) : ব্যাটার মার্নাস লাবুশেনকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরির কারণে দলে সুযোগ পাননি ব্যাটার স্টিভেন স্মিথ।  

লর্ডসে সদ্য শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি লাবুশেন। ফাইনালের দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও ২২ রান করেন তিনি। এছাড়াও গত দু’বছরে টেস্টে ভালো পারফরমেন্স করতে পারছেন না লাবুশেন।

২০২৩ সালে ৩৪ দশমিক ৯১ এবং ২০২৪ সালে লাবুশেনের ব্যাটিং গড় ৩০ দশমিক ৯৩। ফলে ২০১৯ সালের পর প্রথমবারের মত টেস্ট দল থেকে বাদ পড়লেন লাবুশেন।

লাবুশেনের বাদ পড়া নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি বলেন, ‘সেরা ফর্মে দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাবুশেন। সে নিজেও জানে। সাম্প্রতিক পারফরমেন্স তার কিংবা আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। আমরা তার সাথে কাজ চালিয়ে যাব এবং তার দক্ষতাকে এখনও মূল্য দিচ্ছি। আশা করি, এই বিষয়কে ইতিবাচকভাবে নেবে সে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান স্মিথ। এই ইনজুরির কারণে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

লাবুশেন ও স্মিথের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্যাম কনস্টাস ও জশ ইংলিশ। গেল বছরের ডিসেম্বরে অভিষেকের পর দু’টি টেস্ট খেলেছেন কনস্টাস। এ বছরের জানুয়ারিতে অভিষেকের পর ২টি টেস্ট খেলেছেন ইংলিশও।

আগামী ২৫ জুন থেকে বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।

প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুনেম্যান, নাথান লিঁও, মিচেল স্টার্ক ও কাউ ওয়েবস্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০