শান্ত সেঞ্চুরিতে শ্রীলংকাকে ২৯৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৫:৫২
ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ জুন ২০২৫ (বাসস) : অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য শ্রীলংকাকে ২৯৬ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ৬ উইকেটে ২৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। শান্ত ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। 

প্রথম ইনিংসেও সেঞ্চুরি স্বাদ নিয়ে ১৪৮ রান করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ফলে টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ১৬তম ব্যাটার শান্ত। এছাড়া বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়লেন শান্ত।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৮৭ রানে এগিয়ে ছিল টাইগাররা।

২২ রান নিয়ে খেলতে নেমে পঞ্চম দিন ৪৯ রানে রান আউট হন মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়েন মুশফিক ও নাজমুল হোসেন শান্ত। 

এরপর এক প্রান্ত আগলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির স্বাদ নেন শান্ত। ইনিংস ঘোষণার আগে ১২৫ রানে অপরাজিত থাকেন শান্ত। তার ১৯৯ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিল। 

বল হাতে শ্রীলংকার থারিন্দু রত্নায়েকে ৩ উইকেট নেন। 

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯৫ ও শ্রীলংকা ৪৮৫ রান করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০