দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ে টেস্ট দলে নেই রাজা-কারান

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৭:০৭ আপডেট: : ২১ জুন ২০২৫, ১৭:১৬

ঢাকা, ২১ জুন ২০২৫ (বাসস) : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ইনজুরির কারণে আসন্ন টেস্ট সিরিজে জিম্বাবুয়ে দলে নেই ওপেনার বেন কারান ও পেসার রিচার্ড এনগারাভা। মেজর ক্রিকেট লিগে (এমএলসি) খেলার জন্য চুক্তিবদ্ধ থাকায় খেলবেন না রাজা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বল খেলার সময় হাতে আঘাত পান কারান। পরে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, আঙুল ভেঙে গেছে কারানের। 

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন এনগারাভা। যে কারনে মাঠের বাইরে আছেন তিনি। 

কারান-রাজাদের জায়গায় দলে ডাক পেয়েছেন প্রিন্স মাসভাউরে, তাকুওয়ানাশে কাইতানো, ভিনসেন্ট মাসেকেসা, ট্রেভর গোয়ান্ডো। প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ হয়েছে ২৭ বছর বয়সী পেসার কুন্দাই মাতিগিমুর। প্রথম শ্রেণিতে মাত্র চার টেস্ট খেলেছেন মাতিগিমুর। 

২৮ জুন থেকে প্রথম টেস্ট ও ৬ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। দুই টেস্টই হবে বুলাওয়াতে।

জিম্বাবুয়ে টেস্ট দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা শিভাঙ্গা, ট্রেভর গুয়ান্দো, তাকুওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসাভাউর, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামুরি, তাফাজাওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও সিন উইলিয়ামস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০