গল টেস্টে জোড়া সেঞ্চুরিতে শান্তর রেকর্ড

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ২১ জুন ২০২৫ (বাসস) : গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন টাইগার দলপতি। ফলে রেকর্ড বইয়ে নাম উঠেছে শান্তর। 

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়লেন শান্ত। দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্টে দু’বার শতক হাঁকালেন তিনি। এর আগে ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ১৭৬ ও ১০৫ রানের দু’টি ইনিংস খেলেছিলেন মোমিনুল হক। 

টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয়বারের মত এক টেস্টে দু’বার সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছেন শান্ত। এর আগে ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৪৬ ও ১২৪ রানের ইনিংস খেলেছিলেন টাইগার দলপতি।

বিশ্বের ১২তম ব্যাটার হিসেবে দুই টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েন শান্ত। তবে অধিনায়ক হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটার তিনি। 

বিদেশের মাঠে অষ্টম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির মালিক হয়েছেন শান্ত। তবে শ্রীলংকার মাটিতে এই প্রথম সফরকারী কোন ব্যাটার হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি। 

উপমহাদেশের মাটিতে ষষ্ঠ অধিনায়ক হয়ে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন শান্ত। এর আগে উপমহাদেশের মাটিতে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভারতের সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, পাকিস্তানের ইনজামাম উল হক, মিসবাহ উল হক এবং শ্রীলংকার ধনাঞ্জয়া ডি সিলভা।

২০১৭ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৬ টেস্ট খেলে ৭টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ২১৬২ রান করেছেন শান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০