গল টেস্টে জোড়া সেঞ্চুরিতে শান্তর রেকর্ড

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ২১ জুন ২০২৫ (বাসস) : গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন টাইগার দলপতি। ফলে রেকর্ড বইয়ে নাম উঠেছে শান্তর। 

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়লেন শান্ত। দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্টে দু’বার শতক হাঁকালেন তিনি। এর আগে ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ১৭৬ ও ১০৫ রানের দু’টি ইনিংস খেলেছিলেন মোমিনুল হক। 

টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয়বারের মত এক টেস্টে দু’বার সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছেন শান্ত। এর আগে ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৪৬ ও ১২৪ রানের ইনিংস খেলেছিলেন টাইগার দলপতি।

বিশ্বের ১২তম ব্যাটার হিসেবে দুই টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েন শান্ত। তবে অধিনায়ক হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটার তিনি। 

বিদেশের মাঠে অষ্টম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির মালিক হয়েছেন শান্ত। তবে শ্রীলংকার মাটিতে এই প্রথম সফরকারী কোন ব্যাটার হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি। 

উপমহাদেশের মাটিতে ষষ্ঠ অধিনায়ক হয়ে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন শান্ত। এর আগে উপমহাদেশের মাটিতে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভারতের সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, পাকিস্তানের ইনজামাম উল হক, মিসবাহ উল হক এবং শ্রীলংকার ধনাঞ্জয়া ডি সিলভা।

২০১৭ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৬ টেস্ট খেলে ৭টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ২১৬২ রান করেছেন শান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০