গল টেস্টে সব ক্ষেত্রেই পারফরমেন্স করেছে দল : শান্ত

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ২১:০১ আপডেট: : ২১ জুন ২০২৫, ২১:১৩

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস) : আজ গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম ক্রিকেট টেস্ট ড্র করার জন্য তার দল চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

টেস্টের শেষ সেশনে শ্রীলংকার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে  বাংলাদেশ। জয়ের জন্য ২৯৬ রান তাড়া করতে নেমে ৭২ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা।

বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম এবং নাঈম হাসান উইকেট থেকে যেভাবে টার্ন এবং বাউন্স পেয়েছে, তাতে শ্রীলংকার ব্যাটারদের বিপক্ষে বোলিং করার জন্য পর্যাপ্ত সময় পেলে ম্যাচের ফল অন্যরকম হত।

পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সাবধানে খেলে লিড বাড়িয়ে শ্রীলংকার জয়ের সুযোগ নষ্ট করে দেয় টাইগাররা।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না (জিম্বাবুয়ের বিপক্ষে), কিন্তু এই সিরিজের আগে আমাদের দারুণ প্রস্তুতি ছিল এবং আমরা এ ম্যাচে সবক্ষেত্রেই পারফরমেন্স করেছি। মুশফিক ভাই দুর্দান্ত পারফরমেন্স করেছেন।’

প্রথম ইনিংসে ১৬৩ রান করা মুশফিক, দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে আউট হন।  কিন্তু প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি তুলে নেন  অধিনায়ক শান্ত। দুই ইনিংসে যথাক্রমে ১৪৮ ও অপরাজিত ১২৫ রান করেন তিনি। 

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েন শান্ত। টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ১৬তম ব্যাটার তিনি। টেস্টে ১৪তম খেলোয়াড় হিসেবে ম্যাচে দুই সেঞ্চুরি করেন শান্ত।

ম্যাচ সেরা শান্ত বলেন, ‘আমি জানতাম না (এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশ অধিনায়ক)। কিন্তু দলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করার পর শ্রীলংকা মাত্র ৩২ ওভার খেলার সুযোগ পায়। বৃষ্টির কারণে মাঝে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকায়, বোলিং করার জন্য বেশি সময় পায়নি টাইগাররা। অধিনায়ক শান্ত বলেন, ‘হঠাৎ বৃষ্টির কারণে আমরা  পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হই। আমরা আগেই ইনিংস ঘোষণা করতাম কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসে। তাই হঠাৎ করেই পরিকল্পনাও বদলে গেছে। আমরা সেসব নিয়ন্ত্রণ করতে পারি না।’

তাইজুল ও নাইমের বোলিং পারফরমেন্সে প্রশংসা করেন শান্ত। তিনি বলেন, ‘তাইজুল-নাইম সত্যিই ভালো বোলিং করেছে। এই কন্ডিশনে নাঈম যেভাবে প্রথম ইনিংসে বোলিং করেছে, সেটা দুর্দান্ত।’

বিশেষভাবে প্রথম ইনিংসে নাইমের পাঁচ উইকেট শিকারে বাংলাদেশ ১০ রানের লিড পেয়েছিল। শান্ত বলেন, ‘খুব বেশি সুযোগ না পেলেও নিজের সামর্থ্য দেখিয়েছে নাইম।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০