দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৬:২৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জুন ২০২৫ (বাসস) : দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পেল কানাডা। গত আসরের মত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে তারা। আগামী বছরের জানুয়ারিতে ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালের লিগ পর্বে প্রথম পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে ১৩তম দল হিসেবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে কানাডা। গতরাতে লিগ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নাম লেখায় কানাডা। 

কানাডা ও বাহামাস ছাড়াও আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালের অন্য দুই দল হল বারমুডা এবং কেম্যান আইল্যান্ডস। সমান ৫টি করে ম্যাচ খেলে কানাডা ১০, বারমুডা ৬, আইল্যান্ডস ৪ ও বাহামাস এখনও পয়েন্টের দেখা পায়নি। লিগ পর্বে চার দলেরই ১টি করে ম্যাচ আছে। ঐ ম্যাচগুলোর ফলাফল যাই হোক না কেন, পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত করে বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা। 

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথমবারের মত অংশ নিয়েছিল কানাডা। গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি ম্যাচে হারের স্বাদ পায় কানাডা। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই জয়ের দেখা পেয়েছিল কানাডা। 
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে মোট ২০টি দল অংশ নেবে। আয়োজক ভারত-শ্রীলংকার সাথে ইতোমধ্যে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে- বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। বাছাই পর্ব থেকে ইতোমধ্যে নিশ্চিত করেছে কানাডা। এখন বাকি রইল সাত দল। 

আঞ্চলিক বাছাইপর্ব থেকে বাকি সাত দল চূড়ান্ত পর্বের টিকিট পাবে। ইউরোপ-আফ্রিকা থেকে ২টি করে এবং এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০