মারা গেলেন ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার লরেন্স

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৯:২৩

ঢাকা, ২২ জুন ২০২৫ (বাসস) : মোটর নিউরন ডিজিজ (এমএনডি) নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড ‘সিড’ লরেন্স। 

গেল বছর এমএনডি রোগে আক্রান্ত হন লরেন্স। এরপর ধীরে ধীরে তার মস্তিস্ক, মাংসপেশি দুর্বল ও নষ্ট হতে থাকে। এই রোগের কোন চিকিৎসা ছিল না। তারপরও এই রোগ সর্ম্পকে সচেনতা বাড়াতে এবং অর্থ সংগ্রহের কাজ করেছেন তিনি।  

শেষ পর্যন্ত এক বছর এমএনডি নামে দুরারোগ্য ব্যাধির সাথে লড়াই করে হার মানেন লরেন্স। 

ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে ১৯৮৮ সালে জাতীয় দলে অভিষেক হয় লরেন্সের। লর্ডসে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। এরপর চার বছরে দেশের হয়ে ৫ টেস্ট খেলে ১৮ উইকেট শিকারের পাশাপাশি ৬০ রান করেন লরেন্স। ১টি ওয়ানডেও খেলেছেন তিনি। ১৯৯১ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ১১ ওভার বল করে ৬৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন লরেন্স। 
প্রথম শ্রেনির ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের হয়ে ২৮০ ম্যাচ খেলে ৬২৫ উইকেট শিকার করেন লরেন্স। 
২০২২ সালে কাউন্টি ক্রিকেট ক্লাব গ্লুচেস্টারশায়ারের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি নির্বাচিত হন লরেন্স। 

চলতি মাসেই রাজা তৃতীয় চার্লসের জন্মদিনে এমবিই খেতাব প্রদান করা হয় লরেন্সকে।

এক বিবৃতিতে লরেন্সের পরিবার থেকে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে, মোটর নিউরন রোগের সাথে লড়াই করে না ফেরার দেশে চলে গেছেন লরেন্স। ‘সিড’ মাঠে ও মাঠের বাইরে ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী মানুষ। বিশেষ করে তার পরিবারের জন্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০