এক-দুই ম্যাচ খারাপ করলেও শান্তকে নিয়ে ট্রল করা উচিত হবে না : বাশার

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৯:৩১

ঢাকা, ২২ জুন ২০২৫ (বাসস) : এক-দুই ম্যাচ খারাপ করলেও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ট্রল করা উচিত হবে না বলে বিশ্বাস করেন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিুবল বাশার সুমন।

তিনি জানান, বাংলাদেশ দলের জন্য নিজের সেরা পারফেন্সে দেওয়ার সামর্থ্য আছে শান্তর। 

এ সম্পর্কে বাশার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রল এবং বাইরের সমালোচনার কারণে ব্যাটিংয়ে বড় ধরণের প্রভাব পড়ে শান্তর। যা আমি অনুভব করেছি।’ 

গতকাল গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত। প্রথমবার ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৪৬ ও ১২৪ রানের ইনিংস খেলেছিলেন টাইগার দলপতি।

বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে দুই টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েন শান্ত। অধিনায়ক হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটার তিনি।

বাশার বলেন, ‘আমি আশা করছি, পরের দুই-এক ম্যাচ রান না পেলেও শান্তকে নিয়ে সমালোচনা হবে না। তিন ফরম্যাটেই দলের অন্যতম সেরা ব্যাটার শান্ত। আমি তার এমন ব্যাটিং দেখে অবাক হইনি। এটাই তার আসল রূপ। এভাবে ব্যাট করার সামর্থ্য আছে তার।’

ব্যাট হাতে ব্যর্থ হলেই নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়ে থাকেন শান্ত। তাই বাশার মনে করেন, সমালোচনার কারনে ব্যাটিংয়ে চাপে থাকেন বাঁ-হাতি ব্যাটার শান্ত। 

তিনি বলেন, ‘আমরাই মাঝেমধ্যে তাকে চাপে ফেলে দিই। ক্রমাগত ট্রল বা সমালোচনা হলে খেলোয়াড়রা চাপে পড়ে।’

বাশার আরও বলেন, ‘এড়িয়ে যাওয়ার কথা বললেও এটা সহজ হয় না। আমরা জানি মানসিকভাবে অনেক শক্তিশালী শান্ত। তবে আমি মনে করি, এটি তার ব্যাটিংয়ে অনেক প্রভাব ফেলে। তার ব্যাটিং দেখে আমার কাছে এমনই মনে হয়েছে। তবে ভালো খবর হচ্ছে, সে ভালোভাবে ফিরে এসেছে।’

জ্বরের কারণে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি গেল এক বছর ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। 

বাশার জানান, দ্বিতীয় টেস্টে মিরাজ খেলতে পারলে বাংলাদেশ দলে ভারসাম্য আসবে। তিনি বলেন, ‘যদি মিরাজ দলে ফিরে তাহলে আমরা পাঁচজন বোলার নিয়ে খেলতে পারি। তখন একজন ব্যাটার কমাতে হবে। কিন্তু তাতেও সমস্যা নেই। কারণ একজন বিশেষজ্ঞ ব্যাটারের মত মিরাজ পারফর্ম করতে পারে, তার পরিসংখ্যানও সেই প্রমান দিচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০