আগামীকাল অলিম্পিক ডে উদযাপন করবে বিওএ

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৭:৪৫ আপডেট: : ২৩ জুন ২০২৫, ১৭:৫৯
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৩ জুন ২০২৫ (বাসস): আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছর ২৩ জুন সারা বিশ্বব্যাপী জাতীয় অলিম্পিক কমিটিসমূহ বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে অলিম্পিক ডে উদ্‌যাপন করে থাকে। এ বছর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক অলিম্পিক ডে উদ্‌যাপনের অংশ হিসেবে আগামীকাল একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়েছে। 

র‍্যালি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। 

ক্রীড়াবিদসহ জনসাধারণকে শরীরচর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং একই সাথে অন্যকে উৎসাহিত করার লক্ষ্যে অলিম্পিক ডে ২০২৫ এর মূল প্রতিপাদ্য হিসেবে  `Let’s Move’  স্লোগান ব্যবহার করা হবে। 

আগামীকাল কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং একই সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহের সহযোগিতায় ৭টি বিভাগীয় শহরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে যথাযোগ্য ভাবে অলিম্পিক ডে ২০২৫ উদ্‌যাপন করা হবে। ঢাকায় আয়োজিত র‍্যালিটি সকাল ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমি হতে শুরু হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও-জাতীয় স্টেডিয়ামের ১নং গেট হয়ে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হবে। 

র‌্যালিটিতে বিভিন্ন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাসহ সামরিক বেসামরিক বিভিন্ন সংস্থা হতে দুই হাজারেরও বেশি ক্রীড়াপ্রেমী মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

র‍্যালি শেষে বাংলাদেশ সেনাবাহিনী অর্কেষ্ট্রা দল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন এবং উপস্থিত অলিম্পিয়ানদের বিশেষ সম্মাননার সাথে সার্টিফিকেট প্রদান করা হবে। 

এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পাশাপাশি বিওএকে আর্থিক সহায়তা করছে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড এবং শেলটেক প্রাইভেট লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০