আগামীকাল অলিম্পিক ডে উদযাপন করবে বিওএ

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৭:৪৫ আপডেট: : ২৩ জুন ২০২৫, ১৭:৫৯
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৩ জুন ২০২৫ (বাসস): আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছর ২৩ জুন সারা বিশ্বব্যাপী জাতীয় অলিম্পিক কমিটিসমূহ বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে অলিম্পিক ডে উদ্‌যাপন করে থাকে। এ বছর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক অলিম্পিক ডে উদ্‌যাপনের অংশ হিসেবে আগামীকাল একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়েছে। 

র‍্যালি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। 

ক্রীড়াবিদসহ জনসাধারণকে শরীরচর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং একই সাথে অন্যকে উৎসাহিত করার লক্ষ্যে অলিম্পিক ডে ২০২৫ এর মূল প্রতিপাদ্য হিসেবে  `Let’s Move’  স্লোগান ব্যবহার করা হবে। 

আগামীকাল কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং একই সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহের সহযোগিতায় ৭টি বিভাগীয় শহরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে যথাযোগ্য ভাবে অলিম্পিক ডে ২০২৫ উদ্‌যাপন করা হবে। ঢাকায় আয়োজিত র‍্যালিটি সকাল ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমি হতে শুরু হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও-জাতীয় স্টেডিয়ামের ১নং গেট হয়ে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হবে। 

র‌্যালিটিতে বিভিন্ন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাসহ সামরিক বেসামরিক বিভিন্ন সংস্থা হতে দুই হাজারেরও বেশি ক্রীড়াপ্রেমী মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

র‍্যালি শেষে বাংলাদেশ সেনাবাহিনী অর্কেষ্ট্রা দল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন এবং উপস্থিত অলিম্পিয়ানদের বিশেষ সম্মাননার সাথে সার্টিফিকেট প্রদান করা হবে। 

এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পাশাপাশি বিওএকে আর্থিক সহায়তা করছে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড এবং শেলটেক প্রাইভেট লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০